মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পর্তুগালের ক্লাবে নাম লেখালেন সিলভা

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

চেলসি ও পিএসজির সাবেক ডিফেন্ডার থিয়াগো সিলভা ৪১ বছর বয়সে পোর্তোর সঙ্গে চুক্তি করেছেন। পর্তুগীজ ক্লাব সূত্র এই ঘোষণা দিয়েছে। তার প্রজন্মে অন্যতম সেরা সেন্টার-ব্যাক হিসেবে জনপ্রিয় ব্রাজিলিয়ান সিলভা ঘরের ক্লাব ফ্লামিনেন্সে দুই বছর কাটিয়ে পোর্তোতে থিতু হলেন। ক্লাবের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ২০০৪-০৫ মৌসুমে ক্যারিয়ারের শুরুতে পোর্তো-বি দলের হয়ে খেলেছেন সিলভা। আর সময়ের পরিক্রমায় আবারও সেই ক্লাবেই ফিরে আসলেন। পোর্তো-বি দলের পর তিনি ডিনামো মস্কোতে খেলেছেন। এরপর ফ্লামিনেন্সেরর সিনিয়র দলে সুযোগ পান। ব্রাজিলের ক্লাব ছেড়ে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে যোগ দিয়ে ২০১২ সালে পিএসজিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত খেলেছেন। মিলানের হয়ে সিরি-এ শিরোপাও জয় করেছেন সিলভা। সাতটি ফরাসি লিগ শিরোপা জয়ের পর ২০২০ সালে পিএসজি ছেড়ে সিলভা চেলসিতে যোগ দেন। সেখানে ব্লুজদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে এ পর্যন্ত ৩২টি শিরোপা জয় করেছেন সিলভা। এই মুহূর্তে পাঁচ পয়েন্টে এগিয়ে প্রিমিয়ারা লিগায় শীর্ষে থাকা পোর্তোর হয়ে আরো একটি শিরোপা জয়ের আশা সিলভা করতেই পারেন।


এই বিভাগের আরো খবর