স্পোর্টস: টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে ছাড়াই আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিশ্বকাপ দল নিয়ে আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দুই বছর পর ভারত দলে ফিরছেন উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিশান।
টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ ১৫ ম্যাচে ২৪.২৫ গড়ে ২৯১ রান করেছেন গিল। এসময় তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪৭। বাজে ফর্মের কারণেই দল থেকে বাদ পড়েছেন এই ফরম্যাটের সহ-অধিনায়ক গিল। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার কিশান। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
সম্প্রতি মোস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান করেছেন কিশান। ১০ টি-টোয়েন্টিতে ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৯৭.৩২ স্ট্রাইক রেটে ৫১৭ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। ২০২১ সালে অভিষেকের পর ভারতের হয়ে ৩২টি-টোয়েন্টিতে ৬টি হাফ-সেঞ্চুরিতে ৭৯৬ রান আছে কিশান।
এক সিরিজ পরই দলে ফিরেছেন লোয়ার-অর্ডার ব্যাটার রিঙ্কু সিং। গতকাল শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে ছিলেন না তিনি।
ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদব। তার ডেপুটি হিসেবে থাকছেন অক্ষর প্যাটেল। গিলের পরিবর্তে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্যাটেলকে।
পেস আক্রমণে রাখা হয়েছে জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং ও হার্ষিত রানাকে। তাদের সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন হার্ডিক পান্ডিয়া ও শিবম দুবে। স্পিন বিভাগ সামলাবেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। স্পিন অলরাউন্ডারের দায়িত্ব পালন করবেন প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।
ব্যাটিং অর্ডারে সূর্যকুমার-কিশান-রিঙ্কুর সাথে থাকছেন অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা।
২১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০২৪ সালে নবম আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত দল : সুর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা, আর্শদিপ সিং, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান।