সর্বশেষ :
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): অতি বৃষ্টিতে জলবদ্ধতার পরও পাইকগাছায় আমন ধানের আশানারুপ ফলন হয়েছে। তবে ধানের দাম কমে যাওয়ায় কৃষকরা হতাশ। আমন ধান কর্তন পুরা দমে চলছে। উঁচু ক্ষেতের ধান কর্তন শেষ হয়েছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরের আমন ক্ষেতের ধান ধান কাটা চলছে। আগামী ১০/১৫ দিনের মধ্যে কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মৌসুমে উপজেলায় ১৩ হাজার ৩শ ৩০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। কর্তনকৃত ধানের হেক্টর প্রতি ফলন গড় ৪.৮ মেট্রিকটন হারে ফলন পাওয়া যাচ্ছে। উপজেলায় ৭০ ভাগ জমির ধান কাটা হয়েছে। আর নাবিতে লাগানো ক্ষেতের ৩০ ভাগ ধান এখনও কাঁচা রয়েছে।
উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর ব্লকের কৃষক মোঃ মিজানুর রহমান জানান, তার ক্ষেতে বিঘা প্রতি প্রায় ১৮ মন করে ফলন হয়েছে। পুরাইকাটী ব্লকের কৃষক ফারুক হোসেন ও তোকিয়া ব্লকের কৃষক শফিকুল জানান, বৈরি আবহাওয়ার পরও তাদের ক্ষেতের আমনের ফলন ভালো হয়েছে। মটবাটি গ্রামের কৃষক আলাউদ্দিন বলেন, দেরিতে আবাদ করা ক্ষেতে মাজড়া পোকা লাগায় অতিরিক্ত পরিচর্যা ও কীটনাশক ব্যবহার করতে হয়েছে। কিছু কিছু ক্ষেতের ধানে চিটার পরিমানও বেশী হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, অতি বৃস্টির কারণে উপজেলায় আমনের আবাদ কম হয়েছে। উপজেলায় ৭০ ভাগ জমির আমন ধান কাটা হয়েছে, বাকি ৩০ ভাগ ধান কাটা চলছে। কর্তনকৃত আমন ধানের ফলন ভাল হয়েছে।
উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর ব্লকের কৃষক আলাউদ্দিন, পুরাইকাটী ব্লকের কৃষক ফারুক হোসেন ও তোকিয়া ব্লকের কৃষক শফিকুল জানান, বৈরি আবহাওয়ার পরও তাদের ক্ষেতের আমনের ফলন ভালো হয়েছে। মটবাটি গ্রামের কৃষক আলাউদ্দিন বলেন, তার মৎস্য ঘেরে আবাদকৃত ক্ষেতের ধান সবে ফুল ধরেছে। তাছাড়া মাজড়া পোকা লাগায় অতিরিক্ত পরিচর্যা ও কীটনাশক ব্যবহার করতে হয়েছে। কিছু কিছু ক্ষেতের ধানে চিটার পরিমানও বেশী হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, আমনের ফলন ভাল হয়েছে। আবহাওয়ার কারণে কৃষকদের আমন আবাদ শুরু করতে কিছুটা দেরি হলেও পরে প্রচুর বৃষ্টিতে লবণাক্ত মাটি পরিশোধিত হওয়ায় আমনের ফলন ভাল হয়েছে।


এই বিভাগের আরো খবর