সর্বশেষ :
ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ছাব্বিশের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ ছেঁড়া নোট ব্যাংক না নিলেই ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক হাদিকে হত্যাচেষ্টা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত  পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতীদল নেতা ড. কাজী মনির জামায়াত ইসলামীর আলোচনায় সভায় বক্তারা:  আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্য বদ্ধ ভাবে লড়াই করতে হবে
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিগ ব্যাশে রিশাদের অভিষেক, জয় পেলো হারিকেন্স

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

খেলাধুলা:অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল) প্রায় এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন এক বাংলাদেশি তারকার পথচলা শুরু হলো। সিডনি থান্ডারের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের জার্সিতে মাঠে নামার মধ্য দিয়ে টুর্নামেন্টটিতে অভিষেক হলো তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের। তার অভিষেক ম্যাচেই ১ বল ও ৪ উইকেট হাতে রেখে রোমাঞ্চকর জয় পেয়েছে তার দল হোবার্ট হারিকেন্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হোবার্ট হারিকেন্সের একাদশে সরাসরি জায়গা করে নেন রিশাদ। এর মাধ্যমে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশের আসরে পা রাখলেন এই তরুণ তুর্কি। সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে সাকিব এই টুর্নামেন্টে খেলার পর এটিই কোনো বাংলাদেশির প্রথম অংশগ্রহণ। সাকিব আল হাসান তার দুই বিগ ব্যাশ মৌসুমে মূলত বদলি খেলোয়াড় হিসেবে ছয়টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে রিশাদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তিনি সরাসরি ড্রাফট থেকে নির্বাচিত হয়েছেন এবং মৌসুমের শুরু থেকেই দলের মূল পরিকল্পনার অংশ। উল্লেখ্য, গত বছরও হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে ভিড়িয়েছিল। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সেবার তার অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব হয়নি। এবার বিগ ব্যাশকে অগ্রাধিকার দিতে বিপিএল থেকে বিরতি নিয়ে হোবার্টে যোগ দিয়েছেন তিনি। হোবার্টের হয়ে বিদেশি কোটায় রেহান আহমেদ ও ক্রিস জর্ডানের সঙ্গে একাদশে খেলেন রিশাদ। প্রথম ম্যাচেই বল হাতে বেশ কার্যকরী ছিলেন এই লেগ স্পিনার। উইকেট না পেলেও তিনি সিডনির ব্যাটারদের ওপর চাপ বজায় রাখেন। ৩ ওভার বল করে মাত্র ১৮ রান খরচ করেন তিনি। তার পুরো স্পেলে সিডনি থান্ডারের ব্যাটাররা মাত্র একটি বাউন্ডারি মারতে সক্ষম হন, যা তার নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রমাণ। ম্যাচে প্রথমে ব্যাট করে সিডনি থান্ডার ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। জবাবে রোমাঞ্চকর ব্যাটিং শেষে ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রিশাদের দল হোবার্ট হারিকেন্স।


এই বিভাগের আরো খবর