খেলাধুলা:মূল একাদশের অনেকেই ছিলেন না। হয়তো তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাহারার বিপক্ষে ম্যাচ বলে কথা। এছাড়া ভিয়ারিয়ালের বিপক্ষে পরের ম্যাচ থাকায় সেটিও মাথায় ছিল হ্যান্সি ফ্লিকের। তবে ফেররান তরেস, রাফিনিয়া, পেদ্রিসহ আরও কয়েকজনকে শুরুর একাদশের বাইরে রেখে ম্যাচটা সহজেই জিততে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। রাতে অখ্যাত এক দলের বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে। কোপা দেলরেতে জয়ের ধারাবাহিকতা রেখে শেষ ৩২ এর ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। গুয়াদালাহারার মাঠে এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করলো হান্সি ফ্লিকের দলের। শুরুতে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ডেডলক ভাঙেন। এরপর ব্যবধান বাড়ানো গোলটি আসে মার্কাস রাশফোর্ডের কাছ থেকে। প্রতিপক্ষের স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারি সমস্যার কারণে ম্যাচটি শুরু হয়েছিল আধা ঘণ্টা দেরিতে। বার্সেলোনা অন্যদের মতো এই ম্যাচে গোলপোস্টে জোয়ান গার্সিয়াকেও বিশ্রাম দেওয়ায় শুরুর একাদশে মার্ক-আন্দ্রে টের স্টেগেন সুযোগ পান দীর্ঘ ২১২ দিন পর। প্রত্যাশিতভাবে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ বার্সেলোনার কাছে। তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেয়েও ৮০ শতাংশ বল দখলে রেখে গোল করার মতো ধারালো আক্রমণ তৈরি করতে হিমশিম খেতে হয়েছে তাদের। গোলশূন্য ড্রয়ের দিকে গড়ানো ম্যাচটি প্রাণ ফিরে পায় ৭৬ মিনিটে। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রসে হেডে বার্সাকে লিড এনে দেন ক্রিস্টেনসেন। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। তৃতীয় স্তরের দল হয়েও সমতায় ফেরার কয়েকটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, তবে ভাগ্য সুপ্রসন্ন হয়নি। বরং ৯০ মিনিটে রাশফোর্ড ব্যবধান দ্বিগুণ করে জয় আরও নিশ্চিত করেন। ইয়ামালের থ্রু পাসে বঙ্রে ভিতরে গোলকিপারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। আগামী রোববার লা লিগায় পরের ম্যাচ বার্সেলোনা খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে, তাদের মাঠে। ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে কাতালান ক্লাবটি।