স্পোর্টস: ল্যাঙ্কাশায়ারে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর পর এবার বাড়তি দায়িত্ব পেলেন জেমস অ্যান্ডারসন। কাউন্টি চ্যাম্পিয়নশিপের আগামী আসরের জন্য চিরসবুজ পেসারকে পূর্ণকালীন অধিনায়ক করা হয়েছে।
গত কাউন্টি চ্যাম্পিয়নশিপে বাজে শুরুর পর ল্যাঙ্কাশায়ারের লাল বলের অধিনায়কত্ব ছেড়ে দেন কিটন জেনিংস। তার জায়গায় ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয় মার্কাস হ্যারিসকে। এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফেরার কারণে দুটি ম্যাচে ভারপ্রাপ্ত দায়িত্বে নেতৃত্ব দেন অ্যান্ডারসন। এবার স্থায়ী অধিনায়ক হলেন ৪৩ বছর বয়সী ইংলিশ তারকা। এতে দারুণ উচ্ছ্বসিত টেস্ট ইতিহাসের সফলতম পেসার।
“গত মৌসুমে প্রথমবারের মতো ল্যাঙ্কাশায়ারের অধিনায়কত্ব করা ছিল অনেক বড় সম্মানের এবং নতুন মৌসুমে পূর্ণকালীন এই ভূমিকা গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”
গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে অ্যান্ডারসন ইতি টানেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে থামেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেট রাঙিয়েই চলেছেন তিনি। গত কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচে তার শিকার ছিল ১৭টি। ক্যারিয়ারে প্রথমবার ল্যাঙ্কাশায়ারকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও হয়ে যায়। প্রায় এক যুগ পর তিনি ফেরেন টি-টোয়েন্টি ক্রিকেটে। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন ল্যাঙ্কাশায়ারকে ভাইটালিটি ব্লাস্টের সেমি-ফাইনালে তুলতে। ৪৩ বছর বয়সে দা হান্ড্রেডে অভিষেকও হয় তার। ভাইটালিটি ব্লাস্টে অবশ্য ল্যাঙ্কাশায়ারের অধিনায়কত্ব করে যাবেন জেনিংসই। আগামী বছরের ৩ এপ্রিল নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে ল্যাঙ্কাশায়ার।