বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলনের প্রতিবাদ করেছেন জেলা বিএনপির খায়রুজ্জামান শিপন। রবিবার (১৪ ফেব্রæয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বাগেরহাটের সভাপতি হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন খান আমার একটি বক্তবের খন্ডিত অংশ তুলে ধরে একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উপস্থাপন করেছে। আমি বাগেরহাট-৪ আসনে বাংলাদেশ জাতিয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী। আমার জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে সুবিধা নিতে আমার বক্তব্যের খন্ডিত অংশ তুলে ধরে আমার সম্মান হানি করেছেন। আমার নির্বাচনী এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একটি দোয়া মাহফিলে বক্তৃতায় বলেছিলাম, কোন ধর্মভিত্তিক সংগঠন যদি বাচ্চাদের মাথায় হাত দিয়ে কিরা করিয়ে কোরআন শরিফ নিয়া ফতুয়া দেয় তাদের বেঁধে পুলিশে দিবেন। আপনারা না পারলে আমাকে বলবেন। আমি ইমামদের বিরুদ্ধে কোন মানহানিকর বক্তব্য দেইনি।আমি এই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উল্লেখ্য, জাতীয় ইমাম সমিতির বাগেরহাটের সভাপতি রুহুল আমিন খান জামায়াতে ইসলামি মনোনিত বাগেরহাট পৌর সভার মেয়র প্রার্থী। তিনি ইমাম সমিতির ব্যানার ব্যবহার করে একটি দলের পক্ষে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।