বিনোদন: খুলনার মাটি, নদী আর মানুষের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘দেলুপি’ এবার পা রাখতে যাচ্ছে ইউরোপের মাটিতে। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রশংসা পাওয়া ছবিটি এবার আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরবে খুলনার জীবনের বাস্তবতা। নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে আগামী বছরের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে উৎসবটির ৫৫তম আসর। এই আসরে বিশ্বের খ্যাতিমান নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস ধারার সিনেমাগুলো প্রদর্শিত হবে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে ‘দেলুপি’। ছবিটি নির্মাণ করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। এটিই তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দেলুপি’ প্রদর্শিত হবে রটারড্যাম চলচ্চিত্র উৎসবের ‘ব্রাইট ফিউচার’ ক্যাটাগরিতে। এই বিভাগে সাধারণত প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্র নির্মাতাদের কাজ নির্বাচিত হয়ে থাকে। ফলে এটি শুধু একটি সিনেমার নয়, বরং একজন নতুন নির্মাতার আন্তর্জাতিক স্বীকৃতির গল্পও। রটারড্যামে সিনেমাটির যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি বলেন, “রটারড্যাম থেকে প্রথম যখন মেইল পাই যে তারা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়, তখন আমরা কিছুটা বিপাকে পড়ে যাই। কারণ সিনেমা বানানোর সময় দেলুটি ইউনিয়নের মানুষদের কথা দিয়েছিলাম, সিনেমাটি তারাই আগে দেখবেন।” তিনি আরও বলেন, “আমাদেরও ইচ্ছা ছিল দেশের দর্শকরাই আগে ছবিটি দেখুক। সেই বিষয়টি ফেস্টিভ্যাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি সম্মান জানায়। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষ দেলুপি দেখবে, এটা আমাদের জন্য সত্যিই আনন্দের।” পরিচালকের মতে, রটারড্যামের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ‘দেলুপি’র নির্বাচন বাংলাদেশের স্বাধীনধারা চলচ্চিত্রচর্চার জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এতে করে দেশের গল্প, মানুষের জীবনসংগ্রাম ও আঞ্চলিক বাস্তবতা নতুন করে আন্তর্জাতিক দর্শকের সামনে উঠে আসবে।