সর্বশেষ :
মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার তুর্কমেনিস্তানে বিরল সম্মেলনে রাশিয়া-তুরস্ক-ইরানের প্রেসিডেন্ট থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ পঞ্চম দিনে, মধ্যস্থতার পরিকল্পনা ট্রাম্পের ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে ৯ জনের প্রাণহানি
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হারমান-যুবরাজের নামে চন্ডিগড় স্টেডিয়ামে স্ট্যান্ড

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

খেলাধুলা:নিউ চন্ডিগড় স্টেডিয়ামের গ্যালারি নামকরণ করা হয়েছে ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কর ও সাবেক পুরুষ দলের অলরান্ডার যুবরাজ সিং। দুজনই ভারতের হয়ে জিতেছেন বিশ্বকাপ। দিনকয়েক আগেই অধিনায়ক হিসেবে নারী দলকে বিশ্বকাপ জিতিয়েছেন হারমান আর ২০১১ পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট ছিলেন যুবরাজ। তিনি অবশ্য ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানোর আগে উদ্বোধন করা হয় স্ট্যান্ড দুটি। বিশেষ এই মুহূর্তে মাঠে হারমান ও যুবরাজকে ঘিরে উপস্থিত ছিলেন তাদের সতীর্থ, পরিবার ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। উদ্বোধনের আগে ম্যাচকে কেন্দ্র করে প্রি-টকেও কথা বলেন যুবরাজ। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান যুবরাজ সিং। ২০০০ সালে অভিষেক হয়েছিল তার জাতীয় দলে। ভারতের হয়ে ৪০ টেস্ট, ৩০৪ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০১৭ সালে। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ৩৬২ রান ও ১৫ উইকেট নিয়ে নির্বাচিত হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। ভারতের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গত নভেম্বরে ভারতের প্রথম নারী বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দেওয়া হরমনপ্রিত কর নারী ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেক করা এই আক্রমণাত্মক ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন ৬ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১৮২ টি-টোয়েন্টি ম্যাচ।


এই বিভাগের আরো খবর