মোরেলগঞ্জ প্রতিনিধি: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পৌর পার্ক থেকে দলের নেতাকর্মীরা মিছিল শুরু করে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহসভাপতি এফ.এম শামীম আহসান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, মো. সেলিম মোল্লা, মো. আব্বাস মুন্সী, উপজেলা শ্রমীক দলের সভাপতি মো. মজনু মোল্লা, পৌর শ্রমীক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল ও যুবদল নেতা মো. জাকির হোসেন।
সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকারিদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।