সর্বশেষ :
মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার তুর্কমেনিস্তানে বিরল সম্মেলনে রাশিয়া-তুরস্ক-ইরানের প্রেসিডেন্ট থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ পঞ্চম দিনে, মধ্যস্থতার পরিকল্পনা ট্রাম্পের ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে ৯ জনের প্রাণহানি
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১৭১ রানের ইনিংসে এশিয়া কাপে সুর্যবংশীর রেকর্ডের ঝড়

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আরেকদিন, আরেক রেকর্ড; ভৈভব সুর্যবংশীর ব্যাটে যেন রোজই নতুন ইতিহাস লেখা হচ্ছে। মাত্র ১৪ বছরের এই প্রতিভাবান ওপেনার গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেললেন এক ঝড়ো ইনিংস। ৯৫ বলে ১৭১! তাও আবার চারদিক উড়িয়ে ১৪ ছক্কায় রাঙানো এক মহাকাব্যিক প্রদর্শনী। ৩০ বলে হাফ-সেঞ্চুরি, ৫৬ বলে সেঞ্চুরি; একবার লয় পেলে যেন থামার ক্ষমতাই হারিয়ে ফেলেন ভৈভব। ৮৪ বলে পৌঁছে যান ১৫০-এ। আর শেষ পর্যন্ত ১৭১ রানের সেই ইনিংসেই ভেঙে ফেলেন দু’টি এশিয়া কাপ রেকর্ড। যা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল আফগানিস্তানের দারবিশ রাসুলির (২০১৭ সালে ১০টি)। ভৈভব সেটিকে ছাড়িয়ে এখন এক ইনিংসে সর্বোচ্চ ১৪ ছক্কায় নতুন মালিক। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্ট মিলিয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। রাসুলির আগের ২২ ছক্কাকে টপকে ভৈভবের সংখ্যা এখন ২৬। এই ১৭১ রান অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। তালিকার এক নম্বরে আছেন আম্বাতি রাইডু। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ১৭৭ রানের ইনিংস এখনো শীর্ষে। দলে আছেন মুম্বাই ও সিএসকে ওপেনার মাটরের মতো উদ্যমী নেতা। তার নেতৃত্বে ভারত অনূর্ধ্ব-১৯ দল শুক্রবার ইউএই’কে হারিয়ে অভিযান শুরু করার রসদ পেয়ে গেছে। তবে পুরো এশিয়া কাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে রোববারের ভারত-পাকিস্তান লড়াই। আগামী বছরের বিশ্বকাপ প্রস্তুতির আগাম পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে এটিকে। এদিকে সাম্প্রতিক পুরুষ এশিয়া কাপ, নারী ওয়ানডে বিশ্বকাপ ও রাইজিং স্টারস টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছেন। পাহালগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারতীয় সেনা ও নিহতদের প্রতি সংহতির বার্তা হিসেবেই এমন সিদ্ধান্ত। তবে জুনিয়র স্তরে চিত্রটা ভিন্ন। আইসিসি চায় রাজনীতি থেকে দূরে থাকুক অনূর্ধ্ব-১৯ ক্রিকেট, এবং বজায় থাকুক স্বাভাবিক খেলোয়াড়সুলভ সৌজন্য আচরণ। এক বিসিসিআই কর্মকর্তা পিটিআইকে জানান, “ছেলেদের আলাদা করে কিছু বলা হয়নি। তবে ম্যানেজার আনন্দ দাতারকে বিসিসিআই নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। ভারতের ছেলেরা যদি পাকিস্তান দলের সঙ্গে করমর্দন না করে, তাহলে আগে থেকেই ম্যাচ রেফারিকে জানাতে হবে।


এই বিভাগের আরো খবর