সর্বশেষ :
প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট জেলা শাখার শোক ও শ্রদ্ধাঞ্জ‌লি সশরীরেই আসতে হবে সেনাদের—ভার্চ্যুয়ালি হাজিরার আবেদন খারিজ আগামীর দেশ কেমন দেখতে চাই—ইঙ্গিত দিবে নির্বাচন: ইসি সানাউল্লাহ ৪.১ মাত্রার ভূমিকম্পে আবারও কাঁপল ঢাকা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলছে রামপুরায় ২৮ হত্যা: ট্রাইব্যুনালে ২ সেনা কর্মকর্তা শুক্রবার সারা দেশে খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অন্বেষা ফের বলিউডে ফিরলেন

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বিনোদন: ভারতের গুণী গায়িকা অন্বেষা। বলিউড, টলিউডসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাঁচ শতাধিক সিনেমায় গান করেছেন। তার সুরেলা কণ্ঠে বেশ কিছু গান হয়েছে শ্রোতাপ্রিয়। মেধাবী এই গায়িকা বাংলাদেশেও গান করেছেন। এর মধ্যে বেলাল খানের সঙ্গে ‘বেঁচে থাকার জন্যে’ ও ইমরান মাহমুদুলের সঙ্গে ‘লাগে বুকে লাগে’ শিরোনামের গানগুলো উল্লেখযোগ্য। এই দুটি গানেরই রচয়িতা জুলফিকার রাসেল। ক’বছরের বিরতি কাটিয়ে আবারও ঢাকার গানে কণ্ঠ দিলেন অন্বেষা। এবারও তার জন্য গীতিকবিতা লিখলেন জুলফিকার রাসেল। গানটির শিরোনাম ‘একইভাবে দিন আসে’। এর সুর-সংগীত করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি। ঈদুল ফিতর ও পহেলা বৈশাখকে সামনে রেখে গানটি প্রকাশ করা হয়েছে। গানচিত্রটি নিয়ে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘অন্বেষার সঙ্গে আমার বেশ ক’টি গানের প্রজেক্ট হয়েছে। সবগুলো থেকেই দারুণ প্রশংসা পেয়েছি। এবার সুরকার টুনাই দাদার আগ্রহে অন্বেষার জন্য গান করলাম। আশা করছি ঈদ আনন্দ আর নববর্ষের উপহার হিসেবে শ্রোতা-দর্শকদের মন্দ লাগবে না।’ এদিকে অন্বেষা জানালেন গানটি গেয়ে তৃপ্তি পাওয়ার কথা। তার ভাষায়, ‘গানটির কথা, সুর, সংগীত ও ভিডিও- সবটুকুই মিষ্টি। আশা করছি দুই বাংলার শ্রোতারা গানটি শুনে তৃপ্তি পাবেন, দেখেও চোখের আরাম পাবেন।’ গানটির সুরকার টুনাই দেবাশীষ গাঙ্গুলির মন্তব্য এরকম, ‘রাসেল আমার প্রাণের বন্ধুদের একজন। আমি ভীষণ আপ্লæত এই গানটির সুর-সংগীত করে। অত্যন্ত ভালোবাসা নিয়ে গানটা গেয়েছে অন্বেষা। আর রাসেলের গীতিকবিতার প্রশংসা নতুন করে বলার কিছু নেই। আশা রাখি দুই বাংলার সবার ভালো লাগবে গানটি।’ ‘একইভাবে দিন আসে’ গানের চিত্রে মডেল হয়েছেন ফিরোজ শাহ ও সুকর্ণ পাল। এটি নির্মাণ করেছেন শান্তনু বোস। গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে জুটি মিউজিকের ব্যানারে।


এই বিভাগের আরো খবর