এম.পলাশ শরীফ, বাগেরহাট: বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দিরে সনাতন সম্প্রদায়ের ভক্তবৃন্দদের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কেন্দ্রীয় হরিসভা মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে বক্তৃতা করেন সদ্য বিএনপিতে যোগদানকৃত বাংলাদেশ মতুয়া বহুজন ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক সোমনাথ দে।


অন্যান্যের মধ্যে আলোচনা করেন হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিপক কর্মকার, সহ-সভাপতি জগন্নাথ তালুকদার, অজিত সাহা, দিলিপ কুমার কর্মকার, হরিগুরু চাঁদ মতুয়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুখদেব হালদারসহ স্থানীয় পর্যায়ের হিন্দু সম্প্রদয়ের বিভিন্ন নেতৃবৃন্দ।