বাগেরহাট প্রতিনিধি: শিশুদের অনলাইন যৌন শোষণ ও নির্যাতন (ঙঝঊঅ) প্রতিরোধে সেবা সমন্বয় ও
সুরক্ষা কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে বাগেরহাটে সেবা মানচিত্র
হালনাগাদ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় ঊট–ঝঢ়বধশ টঢ় চৎড়লবপঃ
এর আওতায় ইনসিডিন বাংলাদেশের উদ্যোগে উদয়ন বাংলাদেশের বাগেরহাট কার্যালয়ে
এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় শিশুদের বিদ্যমান সেবা, ঝুঁকি, সম্ভাব্য করণীয় এবং অনলাইন
নিরাপত্তা জোরদার করার কৌশল নিয়ে আলোচনা হয়।
উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত
কর্মশালার উদ্ভোধন করেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার
নাথ।
বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর
রহমান, মহিলা বিষয়ক অধিদফতরের ওসিসি কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক মোঃ
রফিকুল আলম।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান,
সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল,
মোল্লাহাট ট্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ বিভিন্ন
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং
শিশু সুরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা ।