বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে সংগঠনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ পালিত হয়েছে।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাগেরহাট জেলা শাখার উদ্যোগে, সদর উপজেলা শাখা ও পৌর শাখার সহযোগিতায় বুধবার (১০ ডিসেম্বর ) সকালে বাগেরহাট কোর্ট চত্বর এলাকায রেলি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন। উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি এজিপি এ্যাডভোকেট হিরক মিনা, সহ-সভাপতি খুরশিদা রহমান জুই, সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস তানিয়া, এ্য।ডভোকেট আব্দুস সালাম, জেলা শাখার কোষাধক্ষ সৈয়দা তৈফুন নাহার, জেলা কমিটির সদস্য আলামিন খান সুমন, কাজী সাইদুর রহমান সবুজ, মিনারা হোসেন রেখা, এ্যাডভোকেট ফাহমিদা খানম,উপজেলা শাখার সদস্য এ্য।ডভোকেট তানিয়া খাতুন, পৌর শাখার দপ্তর সম্পাদক ওমর আলী, আবিদা সুলতানা সহ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার সদস্য বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।