বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রোনালদোর রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

খেলাধুলা:ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপে। লা লিগায় জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেন। দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতায় প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এমবাপে। এই সাফল্যের মুকুটে মধ্যে এবার আরও একটি পালক যুক্ত হলো। স্প্যানিশ জায়ান্টদের হয়ে এমবাপে এই প্রথম পুরো ক্যালেন্ডার বছর পার করলেন। পর্তুগিজ সুপারস্টার নয় মৌসুমে এটি পূরণ করেছেন পাঁচবার। রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে চার গোল করার কৃতিত্ব অর্জন করার চারদিন পর গতকাল আরও এক রেকর্ডের সঙ্গী হলেন এমবাপে। গত ২৭ নভেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে সাবেক এই পিএসজি তারকা একাই চার গোল করেছেন। ম্যাচটিতে রিয়াল ৪-৩ গোলে জয়ী হয়। ২০১৫/১৬ মৌসুমে মালমোর বিপক্ষে রোনালদো চার গোল করেছিলেন। ওই ম্যাচে রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভেঙেছেন এমবাপে। মাত্র ৭ মিনিটে এমবাপে হ্যাটট্রিক পূরণ করেন। মালমোর বিপক্ষে ম্যাচটিতে রিয়াল ৮-০ গোলে জয়ী হয়েছিল এবং রোনালদো হ্যাটট্রিক করেছিলেন ১১ মিনিটে। প্রসঙ্গত, চলতি মৌসুমের শুরুতে রোনালদো সম্পর্কে এমবাপে বলেছিলেন, তিনি আমার রোল মডেল। রিয়াল মাদ্রিদে রোনালদোর অবদান সম্পর্কে বলতে গিয়ে এমবাপে বলেন, ‘ক্রিশ্চিয়ানো সবসময়ই আমার জন্য রোল মডেল। তার সাথে কথা বলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন। আমি মনে করি এখনো রোনাল্ডোই রিয়ালের নাম্বার ওয়ান খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যথেষ্ঠ অবদান রেখেছেন, যার কৃতিত্ব তাকে দিতেই হবে। সমর্থকরা এখনো রোনাল্ডোকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু আমি আমার নিজস্ব পথ অনুসরণ করতে চাই।’


এই বিভাগের আরো খবর