বাংলাদেশে সোয়া ৬ কোটি মানুষ দারিদ্র্যের উচ্চঝুঁকিতে রয়েছে। পাশাপাশি গত দুই বছরে ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন এবং চলতি বছর আরও অন্তত ৮ লাখ মানুষের বেকার হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, সামাজিক সুরক্ষা খাতে ধনী পরিবারের বেশি সুবিধাপ্রাপ্তি ও অব্যবস্থাপনার কারণে বৈষম্য বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা গড়ার সুপারিশ করেছে সংস্থাটি।
বিশেষজ্ঞদের মতে, অতীতে জরিপে ফুলিয়ে-ফাঁপিয়ে তথ্য উপস্থাপনের কারণে দারিদ্র্যের প্রকৃত চিত্র আড়ালেই ছিল।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, দেশে প্রায় সোয়া ছয় কোটি মানুষ দারিদ্র্যের উচ্চঝুঁকিতে রয়েছে। গত দুই বছরে ২০ লাখ মানুষের চাকরি গেছে এবং এ বছর আরও ৮ লাখ মানুষ চাকরি হারাতে পারেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে নারী ও তরুণ বেশি।
অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, যে হারে নিত্যপণ্যের দাম বাড়ছে, নিম্নআয়ের শ্রমিকদের আয় সে হারে বাড়েনি। তাদের মজুরির ক্রয়ক্ষমতা ধারাবাহিকভাবে কমছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত চার বছরে দেশে দারিদ্র্যের হার বেড়েছে। চলতি বছর এই সংখ্যা ২১ শতাংশ ছাড়াতে পারে। কর্মসংস্থানের সংকট, চাকরি হারানো, উচ্চ মূল্যস্ফীতি ও স্থবির মজুরি-এসবই দারিদ্র্য বৃদ্ধির মূল কারণ।
ড. জাহিদ হোসেন আরও বলেন, প্রবৃদ্ধির সংখ্যায় যে একটা বড় ধরনের সমস্যা ছিল অতিরঞ্জিত করে দেখানো, এটার কোন উল্লেখই রিপোর্টে নাই। ইভেন তাদের রিপোর্টে যেটা ২০২২ এ বলা হয়েছিল। সেই বিষয়গুলো এখানে আনা হয়নি। এখানে এটা ধরেই নেয়া হয়েছে যে প্রবৃদ্ধির সংখ্যাটা ঠিক ছিল, আমাদের ধারণা যেখানে ৭ শতাংশ বলা হচ্ছিল, সেটা হয়তো চার বা তার নিচে ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক সুরক্ষা সুবিধা ধনী পরিবারগুলো বেশি পাচ্ছে। খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বৈষম্য কমছে না। এ অবস্থা দূর করতে দুর্নীতিমুক্ত সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ার সুপারিশ করেছে বিশ্বব্যাংক।