ফকিরহাটে তূর্য্য টিউটোরিয়াল এ্যান্ড ঐশ্বর্য্য নাইট কেয়ার সেন্টারে বার্ষিক ব্যাচ বিদায় ও সম্মাননা স্মারক প্রদান
প্রতিনিধি:
/ ১
দেখেছেন:
পাবলিশ:
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
শেয়ার করুন
ফকিরহাট প্রতিনিধিঃ ফকিরহাট সদরের আদর্শ বিদ্যালয়ের মিলনায়তনে (২৮ নভেম্বর শুক্রবার) বিকাল ৩টায় তূর্য্য টিউটোরিয়াল এ্যান্ড ঐশ্বর্য্য নাইট কেয়ার সেন্টারে বার্ষিক ব্যাচ বিদায় ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত ব্যাচের শিক্ষক শেখ শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহন করেন ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মোফাজ্জেল হায়দার।
এসময় আরো উপস্থিত ছিলেন সাকিনা আজহার আলি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,শিরিন হক বালিকা বিদ্যালয়ের শিক্ষক জুয়েল,ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ,নাহিদ ইসলাম,ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী সহ অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে সকল অভিভাবকের কাছ থেকে শিক্ষক শেখ শহিদুল ইসলামকে উপহার সামগ্রী গ্রহণ করেন।