বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে অ্যালেঙ্ হেলসকে

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

খেলাধুলা:বিপিএলের আসন্ন মৌসুমে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে ইংলিশ তারকা অ্যালেঙ্ হেলসকে। তাকে দলে ভিড়িয়েছে ঢাকা। নিলামের আগে হেলসকে দলভুক্ত করেছে তারা। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলেন অ্যালেঙ্ হেলস। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ক্রিকেটার এর আগে বিপিএলে খেলেছেন রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও দুরন্ত রাজশাহীর হয়ে। গত মৌসুমে ঢাকা ক্যাপিটালস তাকে দলে ভেড়ালেও পরবর্তীতে রংপুর রাইডার্সের হয়েই খেলেছিলেন হেলস। ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট, ৭০ ওয়ানডে এবং ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন এই ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছেন ২ হাজার ৭৪ রান। ৩০ এর বেশি গড় এবং ১৩৯ এর কাছাকাছি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। ১ শতকের পাশাপাশি করেছেন ১২ অর্ধশতক। সেঞ্চুরি আছে বিপিএলেও। বিপিএলের এবারের আসরের জন্য এর আগে পাকিস্তানি তারকা উসমান খানকে দলে ভিড়িয়েছে ঢাকা। এছাড়াও দেশি তারকাদের মধ্যে ঢাকা দলভুক্ত করেছে সাইফ হাসান ও তাসকিন আহমেদকে। আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবারের আসরে দলসংখ্যা কমেছে পাঁচটিতে। এবারের আসরে লম্বা সময় পর ফিরছে নিলাম পদ্ধতি যা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিপিএলের খেলোয়াড় নিলাম হবে দুই ধাপে। প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের নিলাম ও দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম। নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে। সর্বোচ্চ ১৬ জন স্থানীয় খেলোয়াড় দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।


এই বিভাগের আরো খবর