বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তিন ফরম্যাটে তিন সহ-অধিনায়ক ঘোষণা দিলো বিসিবি

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

খেলাধুলা:বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের জন্য আলাদা ৩ সহ-অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। টেস্টে বর্তমানে অধিনায়কের দায়িত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে টেস্ট অধিনায়কের দায়িত্বে থাকবেন শান্ত, সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ফরম্যাটে ঘটনাটা উল্টো। চলতি বছরের জুনে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। এবার সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। ওয়ানডেতে মিরাজের ডেপুটির দায়িত্বে থাকবেন শান্ত। মিরাজের আগে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্তই। টি-টোয়েন্টিতে কিছুটা ভিন্ন ঘটনা। এই ফরম্যাটে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। এই ফরম্যাটে লিটনের ডেপুটি করা হয়েছে সাইফ হাসানকে। সর্বশেষ এশিয়া কাপ থেকে দারুণ ছন্দে থাকা সাইফকে এবার বড় দায়িত্ব দিল বিসিবি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ অর্ডারে অল্প সময়েই নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন সাইফ হাসান। এশিয়া কাপ শেষে আফগানিস্তান সিরিজেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। ওয়ানডে ফরম্যাটেও আলো ছড়িয়েছেন। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে পেলেন সহ-অধিনায়কত্ব। ঘটা করে সহ-অধিনায়ক ঘোষণা করা বাংলাদেশের ক্রিকেটে কিছুটা বিরলই। আগে এমন ঘটনা বেশিরভাগ সময়ে দেখা যায়নি বললেই চলে।


এই বিভাগের আরো খবর