খেলাধুলা:কঙ্গোর কাছে হেরে নাইজেরিয়ার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে। পেনাল্টি শ্যুটআউটে হারের পর নাইজেরিয়ার কোচ এরিক শেল ডিআর কঙ্গোর বিপক্ষে জাদুটোনা ব্যবহারের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, পেনাল্টি শুটআউটের সময় কঙ্গোর টেকনিক্যাল এরিয়ায় ‘অস্বাভাবিক কিছু’ দেখেছেন এবং সেটিকে তিনি ‘ভুডু’ বা জাদুটোনা হিসেবে দেখছেন। রাবাতে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়-কোনোটিতেই দুই দলের মধ্যে ব্যবধান তৈরি হয়নি। শেষ পর্যন্ত পেনাল্টিতে ফলাফল আসে। নাইজেরিয়া প্রথম দুই স্পটকিক মিস করে। ডিআর কঙ্গো শেষে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নেয়। ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া মন্তব্যে শেল বলেন, ‘পেনাল্টি সেশনের সময় ডিআর কঙ্গোর এক লোক বারবার কিছু একটা করছিল। বারবার, বারবারই করছিল। তাই ওর দিকে তাকিয়ে আমার নার্ভাস লাগছিল। আমি দেখেছি সে হাত তুলছিল, কিছু বলছিল। পানি ছিল কি না, তাও জানি না।’ ম্যাচে আগেও নাটকীয়তা ছিল। তৃতীয় মিনিটেই নাইজেরিয়া এগিয়ে যায়। এরপর আধিপত্য দেখানো সত্ত্বেও সমতা ফেরায় কঙ্গো। বিরতির পর ভিক্টর ওসিমহেন চোটে মাঠে ফিরতে না পারায় পরিস্থিতি আরও কঠিন হয়। পরে ১১০তম মিনিটে কঙ্গো গোল করলেও ভিএআর চেক শেষে ফাউলের কারণে তা বাতিল হয়। শেলের দাবি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে কঙ্গো মানসিক চাপ তৈরি করতে এমন কৌশল ব্যবহার করেছে। এখন তিনি ফিফা ও সিএএফের দৃষ্টি আকর্ষণ করতে চান।