সর্বশেষ :
ব্যাটে-বলে দেশিদের রাজত্ব, বিপিএলের দ্বাদশ আসরে উজ্জ্বল স্থানীয় ক্রিকেটাররা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলো আইসিসি রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ মির্জগঞ্জে সমবায় মাধ্যমিক বিদ্যালয় ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়ার উদ্বোধন  পিরোজপুর-১ আসনে ধানরে শীষরে র্প্রাথীর সঙ্গে বীর মুক্তেিযাদ্ধাদরে মতবনিমিয় সভা নিউজিল্যান্ডে ভূমিধসে নিখোঁজদের খোঁজে তল্লাশি স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড়ের শঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রোনালদোর হ্যাটট্রিকে আল নাস্রের বড় জয়

প্রতিনিধি: / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

স্পোর্টস: দারুণ ছন্দে এগিয়ে চলা ক্রিস্তিয়ানো রোনালদো জ্বলে উঠলেন আবার। দ্বিতীয়ার্ধে চমৎকার হ্যাটট্রিক উপহার দিলেন পর্তুগিজ তারকা। বড় জয় পেল তার দল আল নাস্র। সৌদি প্রো লিগে শনিবার রাতে ঘরের মাঠে আল তাইয়ের বিপক্ষে আল নাস্রের জয় ৫-১ গোলে। অনেকটা সময় ১০ জন নিয়ে খেলে আল তাই। ২০তম মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাস্র। দুই মিনিট পর সমতা টানেন ভার্জিল। ৩৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ডাচ ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুলরাহমানের গোলে আবার এগিয়ে যায় আল নাস্র। ৬৪তম মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। সাদিও মানের পাসে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোলটি করেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান তিনি। সতীর্থের প্রচেষ্টা পোস্টে লাগার পর কাছ থেকে শটে বল জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। আর ৮৭তম মিনিটে কাছ থেকে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। রোনালদোর ক্যারিয়ারের ৬৪তম হ্যাটট্রিক এটি। এর চারটি আল নাস্রের হয়ে, ৫৮ ম্যাচে। ৩০টি হ্যাটট্রিক করেন তিনি বয়স ৩০ হওয়ার আগে। আর বয়স ৩০ হওয়ার পর তার হ্যাটট্রিক হলো ৩৪টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাস্রের হয়ে রোনালদোর গোল এখন ৩৩টি। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে আল নাস্র। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।


এই বিভাগের আরো খবর