বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন রূপে চমকে দিলেন নুসরাত ফারিয়া

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বিনোদন:ঢালিউডের অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয় থেকে শুরু করে আইটেম গানে নাচ; সবখানেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব নায়িকা; নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সকালে এক নতুন রূপে চমকে দিলেন এই নায়িকা। রয়্যাল ব্লু (নীল) রঙের জমকালো শাড়ি ও হীরার স্টেটমেন্ট জুয়েলারিতে তার গ্ল্যামারাস ফটোশুটটি মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। ছবিগুলো প্রকাশের সময় মজা করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘কাজ ফেলে রাখায় আমি একেবারে সেরা।’ ফারিয়ার এই মেকওভার লুক প্রকাশের পরপরই মুগ্ধতা ছড়িয়ে যায় নেটিজেনদের মাঝে। মুহূর্তের মধ্যে হাজারো লাইক-কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট। অনেকেই তার ফিটনেস, স্টাইলের প্রশংসা করেছেন। অনেকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছিলেন নুসরাত ফারিয়া। সদ্যই দেশে ফিরেছেন বলেও শোনা যায়। দেশে এসেও থেমে নেই এই নায়িকার কাজ, নানা ব্যস্ততায় তার সময় কাটছে, আর নিজেকে তিনি মেলে ধরছেন নিত্যনতুন রূপে।


এই বিভাগের আরো খবর