শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কার্ডি বি ও স্টেফন ডিগসের পরিবারে এলো নতুন অতিথি

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিনোদন:চতুর্থ সন্তানের মা হলেন মার্কিন র‌্যাপার কার্ডি বি। গত সপ্তাহে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই তারকা। কার্ডি বি ও প্রেমিক স্টেফন ডিগসের এটি প্রথম সন্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড এ খবর প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার কার্ডি বি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে মা হওয়ার খবরটি জানিয়েছেন। তাতে এ গায়িকা বলেন, “আমার জীবন সবসময়ই বিভিন্ন অধ্যায় আর বিভিন্ন ঋতুর মিশ্রণ।” কার্ডি বি বলেন, “আমার শেষ অধ্যায়ে নতুন ঋতুর সূচনা ছিল। নতুন করে শুরু করাটা কখনো সহজ কিছু নয়। কিন্তু এটি মূল্যবান! আমি পৃথিবীকে নতুন সংগীত এবং নতুন অ্যালবাম উপহার দিয়েছি। আমার জগতে একটি নতুন শিশু এসেছে। আর নিজেকে আরো ভালো রূপে গড়ে তোলাও। আরেকটি কারণ হলো-বাচ্চাদেরকে আমার ভালোবাসা দেওয়া অব্যাহত রাখা ও তাদের প্রাপ্যটা দেওয়া।” সব বাধার সঙ্গে একাই লড়ছেন কার্ডি বি। এ তথ্য উল্লেখ করে এই গায়িকা বলেন-“পরবর্তী অধ্যায়টি ‘আমার বনাম আমি’। সব বাধা আর প্রতিকূলতার বিরুদ্ধে লড়ছি। পরবর্তী ট্যুেরর জন্য প্রস্তুতি শুরু করেছি। আপনাদের সেরা পারফরম্যান্স দেওয়ার পথে আমাকে কোনো কিছুই থামাতে পারবে না! আমি শিখেছি, আমি সেরে উঠেছি, আমি যে নারী হয়ে উঠেছি তাকে ভালোবাসছি। এই নতুন যুগ আমার কাছে সেই অর্থই বহন করে।” ২০১৭ সালে র‌্যাপার অফসেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান কার্ডি বি। ওই বছরের ২৭ অক্টোবর বাগদান সারেন তারা। একই বছর গোপনে বিয়ে করেন। ২০১৮ সালের ৭ এপ্রিল একটি লাইভ কনসার্টে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন কার্ডি। একই বছরের জুলাইয়ে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান (কন্যা) কালচার কিয়ারি। ২০২০ সালের সেপ্টেম্বরে অফসেটের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন কার্ডি। এর এক মাস পরই জানান, তারা একসঙ্গে থাকছেন। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর দ্বিতীয় সন্তানের (পুত্র) জন্ম দেন কার্ডি। ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর তৃতীয় সন্তানের (কন্যা) জন্ম দেন তিনি। তৃতীয় সন্তান জন্ম দেওয়ার এক মাস পরই গুঞ্জন চাউর হয়, স্টেফন ডিগসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কার্ডি বি। চলতি বছরের ১ জুন এ সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। গত ১৭ সেপ্টেম্বর চতুর্থ সন্তানের মা হতে যাওয়ার ঘোষণা দেন। সন্তানের বাবা-মা হলেও এখনো বিয়ে করেননি কার্ডি বি ও স্টেফন ডিগস।


এই বিভাগের আরো খবর