সর্বশেষ :
ভেনিজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র, ১ জানুয়ারি থেকে কার্যকর ইমরান খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান যাচ্ছেন দুই ছেলে গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার ‘বন্ডি রাব্বি’কে হারিয়ে শোক ও আতঙ্কে সিডনির ইহুদি সমপ্রদায় ২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা : আইইএ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মারা গেছেন স্যালি অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড

প্রতিনিধি: / ২৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিনোদন:হলিউডের গোল্ডেন গ্লোব পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন। গত মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি এই খবর প্রকাশ করেছে। স্যালির মুখপাত্র মাইকেল গ্রিন ভ্যারাইটিকে জানান, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে কর্কল্যান্ডের পাঁজর ও পায়ে গুরুতর আঘাত লাগে। এরপরেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত সপ্তাহে তাকে হসপিস কেয়ারে নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, অভিনেত্রী এর আগেও হাড়ের সমস্যায় ভুগছিলেন, যা পরে তার রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি তিনি ডিমেনশিয়াতেও আক্রান্ত ছিলেন। নিউইয়র্কে জন্মগ্রহণকারী স্যালি কর্কল্যান্ড কিংবদন্তি অভিনয় প্রশিক্ষক লি স্ট্রাসবার্গের কাছে অভিনয়ের প্রশিক্ষণ নেন। অফ-ব্রডওয়ে প্রোডাকশনস ও অ্যাভান্ট-গার্ড থিয়েটার দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। পরে তিনি অ্যান্ডি ওয়ারহলের ফ্যাক্টরিতে যোগ দেন। ১৯৬৪ সালে অ্যান্ডি ওয়ারহল নির্মিত ‘দ্য ১৩ মোস্ট বিউটিফুল উইমেন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। সত্তর দশকে তিনি ‘কোজাক’, ‘বারেটা’, ‘থ্রিস কোম্পানি’র মতো জনপ্রিয় টিভি সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেন। এ ছাড়াও ‘দ্য ওয়ে উই ওয়ার’, ‘সিন্ড্রেলা লিবার্টি’ এবং ‘আ স্টার ইজ বর্ন’-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে ছোট চরিত্রে তাকে দেখা যায়। ১৯৮৪ সালে ‘ফেইটল গেমস’ সিনেমায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন কর্কল্যান্ড। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৮৭ সালে ‘আনা’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কারে মনোনয়ন পান এবং গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন। পরবর্তী সময়ে তিনি ‘জেএফকে’, ‘ব্রুস অলমাইটি’, ‘হোপ ফর দ্য হলিডেস’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন।


এই বিভাগের আরো খবর