বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কবিতাঃ হেমন্তের নবান্ন

প্রতিনিধি: / ২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

হিম কুয়াশায় ভোর বিহানে
রবির চোখে ছানি,
ঘাসের সাথে আবছা আলো
করছে কানা কানি।

শীত আসে নাই তা জানি ভাই
আমেজ তবু শীতের,
হেমন্তের এই নবান্নতে
কী আনন্দ গীতের!

বঙ্গ মাতার ছাতার তলে
সোনালী ধান হাসে,
কিষাণ বধূ মনের পাতায়
নতুন ছবি আঁকে।

পল্লী মায়ের আঁচল বাঁধা
কান্না হাসির গান,
হৃদয় কাড়া মূর্চ্ছনাতে
শহর মারে টান।


এই বিভাগের আরো খবর