সর্বশেষ :
নেতানিয়াহুকে ধরতে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি টর্নেডোর আঘাতে ব্রাজিলে ৫ জনের মৃত্যু, আহত ১৩০ সেনাবাহিনীর সদস্য সরিয়ে নেওয়ার খবর গুজব, আগের মতোই মাঠে থাকছেন তারা: স্বরাষ্ট্র উপদেষ্টা পরবর্তী সরকার নতুন বেতন কাঠামো ও আইএমএফ ঋণ বিষয়ে সিদ্ধান্ত নেবে : অর্থ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের সিইসি গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিলেন বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরন বিতরণ মোরেলগঞ্জে মক্তব শিক্ষকের মারপিটে ছাত্রীর প্রানহানির অভিযোগ, ৯ মাস পরে মামলা দায়ের পাইকগাছায় ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি নিম্নমানের উপকরণ দিয়ে পাইকগাছায় চলছে সড়ক নির্মাণে কাজ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পুরান ঢাকার গল্পে আদর-বুবলীর নতুন সিনেমা

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিনোদন: পুরান ঢাকার প্রেম, সংস্কৃতি আর ঐতিহ্যের রঙে সাজানো নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এ জুটি হয়ে আসছেন ঢালিউড তারকা শবনম বুবলী ও অভিনেতা আদর আজাদ। নির্মাতা জাহিদ হোসেনের পরিচালনায় তৈরি এই ছবির মাধ্যমে আবারও বড়পর্দায় ফিরছেন দর্শকপ্রিয় এই জুটি। রাজধানীর একটি ক্লাবে মহরতের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা।
পরিচালক জাহিদ হোসেন জানিয়েছেন, ‘ঢাকাইয়া দেবদাস’ কেবল একটি প্রেমের গল্প নয়, এতে থাকবে পুরান ঢাকার মানুষ, সংস্কৃতি ও সহাবস্থানের জীবন্ত চিত্র। তিনি বলেন, “পুরান ঢাকা এমন একটি এলাকা, যেখানে ধর্ম, জাতি আর সংস্কৃতির মধ্যে আছে অপূর্ব মিল। এখানে সাকরাইন, ঈদ, মহরম, পূজা, নববর্ষ-সব উৎসবই মানুষ একসঙ্গে উদযাপন করে। সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হচ্ছে দুটি মানুষের ভালোবাসার গল্প।”
চলচ্চিত্রটির নাম প্রসঙ্গে নির্মাতা বলেন, দেবদাস নামটি এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তার ভাষায়, “যে মানুষ প্রেমে ব্যর্থ হয়, সে নিজের ভেতর একটা দেবদাসকে খুঁজে পায়। আমাদের নায়কও তেমন একজন, যার প্রেম ব্যর্থতার গল্পেই লুকিয়ে আছে শহরের ঐতিহ্য, মানুষ আর সম্পর্কের জটিলতা।”
জানা গেছে, আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় পুরান ঢাকার বাস্তব লোকেশনে শুরু হবে সিনেমার শুটিং। পরিচালক জানিয়েছেন, “আমরা পুরান ঢাকার আবহ, ভাষা, খাবার আর উৎসবকে আসল রূপে ফুটিয়ে তুলতে চাই। এজন্য রিয়েল লোকেশনে শুট করার প্রস্তুতি নিচ্ছি।”
চলচ্চিত্রে আদর আজাদকে দেখা যাবে আধুনিক এক ব্যর্থ প্রেমিকের চরিত্রে, আর বুবলী থাকছেন গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রে। পরিচালক দাবি করেছেন, “বুবলীর উপস্থিতিতে গল্পটি পাবে এক নতুন মাত্রা।”
‘ঢাকাইয়া দেবদাস’-এ আদর ও বুবলীর সঙ্গে অভিনয় করবেন বর্ষীয়ান শিল্পী তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু। ছবিটির প্রযোজনায় আছে এঙ্লে ফিল্মস ও রেভল্যুশন মুভিজ ইন্টারন্যাশনাল।
উল্লেখ্য, আদর আজাদ ও শবনম বুবলী জুটির এটি চতুর্থ সিনেমা। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’ ও ‘পিনিক’ সিনেমায়। দর্শকপ্রিয় সেই জুটিকে আবারও বড়পর্দায় দেখতে উৎসুক ভক্তরা।


এই বিভাগের আরো খবর