বিনোদন: বলিউডে আবার আলোচনায় উঠেছে খান পরিবার। পুত্র আরিয়ান খানের পরিচালনায় আসছে নতুন সিনেমা, আর এতে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ২০২৭ সালেই মুক্তি পেতে পারে বাবা-ছেলের এই বহুল প্রত্যাশিত ছবি। ওটিটি সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্যের পর বড়পর্দায় পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন আরিয়ান। এরই মধ্যে চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে, চলছে প্রি-প্রোডাকশন।
আরিয়ান খানের পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ মুক্তির পরই দর্শকরা শাহরুখ-আরিয়ান যুগলবন্দি দেখতে চেয়েছিলেন বড়পর্দায়। সেই সময় সিরিজটিতে মাত্র এক মিনিটের উপস্থিতিতেই শোরগোল ফেলে দেন শাহরুখ খান। অনুরাগীরা তখন থেকেই দাবি তুলেছিলেন, এবার পূর্ণদৈর্ঘ্যরে ছবিতে পিতা-পুত্রকে একসঙ্গে দেখা যাক। এবার সেই ইচ্ছাই পূরণ হতে যাচ্ছে। তবে প্রথম সিনেমায় নয়, দ্বিতীয় বা তৃতীয় প্রজেক্টেই বাবাকে কাস্ট করার পরিকল্পনা করছেন আরিয়ান।
ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছে, আরিয়ান তার পরিচালনা ক্যারিয়ার গড়তে চান নিজের যোগ্যতায়। সূত্রটি জানায়, “আরিয়ান তার সুপারস্টার বাবার খ্যাতির ছায়ায় নয়, নিজের পরিশ্রমে বলিউডে জায়গা করে নিতে চান। তাই প্রথম সিনেমায় শাহরুখকে নয়, অন্য অভিনেতাকে নিয়েই কাজ শুরু করছেন।” সেই সিনেমার শুটিং শুরু হবে ২০২৬ সালে শাহরুখের নতুন সিনেমা ‘কিং’ মুক্তির পরপরই।
সম্প্রতি এক ভক্ত প্রশ্নোত্তর পর্বে শাহরুখকে জিজ্ঞাসা করেন, “আরিয়ানের ছবিতে কবে দেখা যাবে আপনাকে?”উত্তরে তিনি রসিকতা করে বলেন, “আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আমার বকবক কতটা সহ্য হবে ওর?”এই হাস্যরসাত্মক জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়েছে, ভক্তরা বলছেন-এই উত্তরেই লুকিয়ে আছে বড় চমকের ইঙ্গিত।
বাবাকে পরিচালনা করার আগেই আরিয়ান নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে ব্যস্ত। তার ঘনিষ্ঠজনরা বলছেন, তিনি একজন সিরিয়াস চলচ্চিত্র নির্মাতা, যিনি গল্প, ফ্রেম এবং চরিত্রকে নিজের মতো করে সাজাতে চান। সেটে তিনি হাসিখুশি, প্রাণবন্ত, আবার কাজের সময় গভীর মনোযোগী। অভিনেত্রী মোনা সিং সম্প্রতি বলেছেন, “আরিয়ান খুব পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ পরিচালক। সেটে সবাই যেন স্বচ্ছন্দে কাজ করতে পারে, সে সবসময় সেটি নিশ্চিত করে।”
এখন ভক্তদের অপেক্ষা, কখন বড়পর্দায় আবার দেখা মিলবে শাহরুখ খানের, আর তার পরিচালকের আসনে বসবেন নিজ ছেলে। বলিউডের অন্যতম আলোচিত জুটি হিসেবে তাদের নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।