সর্বশেষ :
ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, কেন অনুপস্থিত ছিলেন ফরোয়ার্ড দিয়োগো জোতার শেষকৃত্যে দলে ফিরলেন ইয়ামাল ও ফোরনালস, স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা জাহানারার যৌন হয়রানির অভিযোগে মুখ খুললেন মুশফিকুর রহিম, দোষীদের শাস্তির দাবি হংকং সিঙ্সে কুয়েত ও আরব আমিরাতের কাছে হেরে ছিটকে গেছে ভারত অস্ট্রেলিয়ার ছক্কা ঝড়ে ৫৪ রানে হেরে বাংলাদেশ কোয়ার্টার আউট ২০২৯ নারী ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১০ দল, টি-টোয়েন্টি ১২ টি-টোয়েন্টি দলে ফিরলেন রাজাপাকসে, অভিষেকের অপেক্ষায় তরুণ মালিঙ্গা কালজয়ী এই দশ নয়ার চলচ্চিত্র আপনি দেখেছেন? উত্তেজনা ছড়াল ‘ফ্যামিলি ম্যান ৩’-এর ট্রেলার, ওয়ান্টেড অপরাধী এখন শ্রীকান্ত তিওয়ারি ঢাকায় এক মঞ্চে দুই রক লেজেন্ড জেমস ও আলি আজমত
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টিজারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিনোদন: সংগীতের জগতে কিংবদন্তি এক নাম মাইকেল জ্যাকসন। মৃত্যুর পনেরো বছর পরও তিনি যেন বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে। এবার সেই কিংবদন্তিকে নতুনভাবে ফিরিয়ে আনছে বড় পর্দা। লায়নসগেট মুভিজের প্রযোজনায় নির্মিত হচ্ছে বায়োপিক ‘মাইকেল’। গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত এর প্রথম টিজারেই যেন নেটদুনিয়ায় শুরু হয়েছে এক নতুন ঝড়।
প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবে টিজারটি ছয় লাখেরও বেশি বার দেখা হয়। মাত্র এক মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিওতে মাইকেল জ্যাকসনের আইকনিক পারফরম্যান্স, সিগনেচার স্টেপ ‘মুনওয়াক’, আর বিখ্যাত ‘থ্রিলার’-এর দৃশ্যগুলো অবিকলভাবে পুনর্র্নিমাণ করা হয়েছে। গায়কটির চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। তার শরীরী ভঙ্গি, পোশাক, আর মঞ্চে উপস্থিতি এতটাই স্বাভাবিক ও প্রাণবন্ত যে দর্শকরা বলছেন, “মাইকেল যেন আবার ফিরে এসেছেন।”
টিজারের শুরুতে দেখা যায়-হেডফোনে সংগীতে মগ্ন মাইকেল, পটভূমিতে শোনা যায় কিংবদন্তি প্রযোজক কোয়েন্সি জোন্সের কণ্ঠ, “আমি জানি তুমি অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছো।” শেষ দৃশ্যে জাফারকে দেখা যায় মাইকেলের বিখ্যাত লাল ‘থ্রিলার’ জ্যাকেটে, জম্বিদের সঙ্গে নাচতে নাচতে দর্শকদের মাতিয়ে তুলছেন। কোয়েন্সির সংলাপ, “পা স্থির রাখো, আমার বন্ধু,”যেন পুরোনো দিনের আবেগ ফিরিয়ে আনে।
অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। নির্মাতারা বলছেন, ‘মাইকেল’ কেবল একজন শিল্পীর সাফল্যের গল্প নয়, বরং এটি এক প্রতিভাবান মানুষের সংগ্রাম, বিতর্ক, মানসিক যাত্রা ও উত্তরাধিকারের প্রতিচ্ছবি। এতে মাইকেল জ্যাকসনের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়, সংগীত জগতে উত্থান এবং পারিবারিক সম্পর্কের নানা দিক উঠে আসবে।
বিগ বাজেটের এই ছবিতে জাফার জ্যাকসনের পাশাপাশি অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার ও কোলম্যান ডোমিঙ্গো। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল। ভক্তদের প্রত্যাশা, এটি শুধু একটি সিনেমা নয়, বরং সংগীত ইতিহাসের এক কিংবদন্তির পুনর্জন্ম।


এই বিভাগের আরো খবর