সর্বশেষ :
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের লিফলেট বিতরণ আফতাবউদ্দিন কলেজে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণা দুবলাচরে হরিণ শিকারীদের হামলায়  শরণখোলা রেন্জ কর্মকর্তা আহত ইসরায়েলের লেবাননে ব্যাপক হামলা চালানোর হুমকি সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের ভারত বৈশ্বিক পাসপোর্ট সূচকে রুয়ান্ডার চেয়েও পেছনে পড়েছে আরব আমিরাত সুদানে বিদ্রোহীদের চীনা ড্রোন-কামান দিচ্ছে মেক্সিকোতে প্রকাশ্যে মেয়রকে গুলি করে হত্যা বর্তমানে ট্রাম্প-পুতিন জরুরি বৈঠকের কোনো প্রয়োজন নেই : রুশ মুখপাত্র যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সোচ্চার হতে বললেন ওবামা
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রকাশ পেলো ‘কিং’-এর প্রথম ঝলক

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। প্রকাশ করেছেন তার পরিচালিত নতুন সিনেমা ‘কিং’-এর শিরোনাম ও প্রথম ঝলক। ‘পাঠান’-এর পর শাহরুখের সঙ্গে এটি তার দ্বিতীয় যৌথ কাজ। ‘কিং’ ছবির ঘোষণা ও টিজার ঘিরে গোটা ইন্টারনেট জুড়ে চলছে তোলপাড়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান এক ভয়ংকর, অন্ধকারাচ্ছন্ন চরিত্রে হাজির হয়েছেন। রূপে স্টাইলে একদম ভিন্ন! চুল পাকা-রূপালি, রক্তভরা চেহারায় মুখে ধরে আছেন হার্টের কিং তাস, চোখে ভয় আর শীতলতা। দৃষ্টিতে শীতল আগুন- শাহরুখের এই রূপ আগে দেখা যায়নি কখনও। শেষদিকে হাতে থাকা হার্টের রাজা তাসটিকে ক্যামেরার দিকে ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘কতজনকে হত্যা করেছি, মনে নেই। তারা ভালো ছিল না খারাপ, জিজ্ঞেস করিনি কখনও। শুধু দেখেছি তাদের চোখে শেষ নিঃশ্বাসের অনুভব। আর আমি ছিলাম সেই কারণ। হাজার অপরাধ, শত দেশে বদনাম। দুনিয়া দিয়েছে একটাই নাম… আমি ভয় নই, আমি বিশৃঙ্খলা।’ বলার অপেক্ষা রাখে না বোল্ড লুকে শাহরুখের মুখের এই সংলাপ এখন নেট দুনিয়ার ট্রেন্ডিংয়ে। তার ভক্তরা তো বটেই, অনেক তারকাও মুগ্ধতা প্রকাশ করছেন শাহরুখকে দেখে। জানাচ্ছেন, জন্মদিনের শুভেচ্ছাও। এই টিজার প্রকাশকে শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য নির্মাতা সিদ্ধার্থ আনন্দের উপহার হিসেবে দেখা হচ্ছে। তার কথায়, এটি শাহরুখের দীর্ঘ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা ও উদযাপন। সিনেমায় কিং খানের চরিত্রটি নির্মম, ভয়ঙ্কর ও রহস্যে ঘেরা। যার নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নানা দেশে। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিঙ্ পিকচার্স প্রযোজিত ‘কিং’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালে। সিনেমাটি হবে উচ্চমাত্রার অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর। সেখানে শাহরুখকে দেখা যাবে এক নতুন অবতারে। অভিনয়ের গভীরতা, মানসিক টানাপোড়েন ও রোমাঞ্চে মিশে থাকা এক ভয়ংকর রাজা হিসেবে আসবেন তিনি। সিনেমাটির মাধ্যমে সিদ্ধার্থ আনন্দ তার অ্যাকশনধারার গল্প বলার কৌশলকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। ভক্তদের মতে, এটি শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যতিক্রমী ও স্মরণীয় চরিত্র হয়ে উঠতে পারে।


এই বিভাগের আরো খবর