সর্বশেষ :
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে পাঠদান ব্যাহত — প্রশাসনের হস্তক্ষেপ দাবি নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরীর অভিযোগ, বাতিল হয়েছে এমপিও ১৫ বছর ধরে নীজ কর্মস্থল থেকে বিতাড়িত অধ্যক্ষ দিদারুল ইসলাম বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল আফগানিস্তানকেভারতের‘দালাল‘বললেনপাকিস্তানেরমন্ত্রী টমেটোর পর পেঁয়াজেরবাজারেআগুন, চরম ভোগান্তিতেপাকিস্তানের ক্রেতারা মোরেলগঞ্জে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের ওপর হামলা: দাড়ি টেনে ছেঁড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ন্যায়বিচার দাবি এলাকাবাসীর
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আইএল টি-টোয়েন্টিতে সাকিবদের এমআই এমিরেটসে পুরান-পোলার্ড

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

স্পোর্টস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গত মাসে শিরোপা জেতার পর আবারও একসঙ্গে মাঠে নামতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা নিকোলাস পুরান ও কাইরন পোলার্ড। দুজনই এবার খেলবেন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতে। মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির দল এমআই এমিরেটস তাদেরকে নিয়েছে ‘ওয়াইল্ডকার্ড’ ক্যাটাগরিতে। এই দলে প্রথমবারের মতো যোগ দিচ্ছেন বাংলাদেশের সাকিব আল হাসানও।
ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএলে শিরোপা জেতা পুরান ও পোলার্ড জুলাইয়ে এমআই নিউ ইয়র্কের হয়েও মেজর লিগ ক্রিকেটের ট্রফি জিতেছেন। এবার দুজনের নতুন মঞ্চ আইএল টি-টোয়েন্টি। এমআই এমিরেটস তাদেরকে পুরো মৌসুমের জন্য পেয়েছে। এমআই ফ্র্যাঞ্চাইজির দল রয়েছে আরও দুটি টুর্নামেন্টে- দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউন এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্ক। পুরান নিয়মিতই খেলেন এমআই কেপ টাউনের হয়ে।
আইএল টি-টোয়েন্টির শেষ হওয়ার আগেই শুরু হবে দক্ষিণ আফ্রিকার লিগটি। তাই পুরানকে সময় বুঝে খেলতে হবে দুই দলের হয়ে। এদিকে সাকিবের জন্য এটি হবে প্রথম আইএল টি-টোয়েন্টি অভিজ্ঞতা। এর আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে তিনি খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আইপিএল ও সিপিএলে।
এমআই এমিরেটস এবার নিলামের আগে সরাসরি চুক্তিতে নিয়েছে অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে। নিলাম থেকে এসেছে অভিজ্ঞ ব্যাটার আন্দ্রে ফ্লেচার ও তরুণ প্রতিভা আকিম ওগিস। ৩৭ বছর বয়সী কিপার-ব্যাটার ফ্লেচারকে তারা নিয়েছে সর্বোচ্চ ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে। এটি হবে তার টানা চতুর্থ মৌসুম এমআই এমিরেটসের হয়ে।
দলে আরও রয়েছেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, ফজলহক ফারুকি, টম ব্যান্টন, নাভিন-উল-হক, মুহাম্মদ ওয়াসিম, উসমান খান ও এএম গাজানফার। সব মিলিয়ে দলটি এবারও শক্তিশালী স্কোয়াড গড়েছে আসন্ন মৌসুমে ট্রফির লড়াইয়ের জন্য।
ছয় দল নিয়ে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে সোমবার (২ ডিসেম্বর) আবুধাবি, দুবাই ও শারজাহতে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি। আর দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি শুরু হবে ২৬ ডিসেম্বর, শেষ হবে ২৫ জানুয়ারি।

 

 

 


এই বিভাগের আরো খবর