 
						স্পোর্টস: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিসিবির মেডিকেল বিভাগ এবং পারিবারিক সূত্রে জানা যায়, মাহমুদউল্লাহ গত চার দিন ধরে অসুস্থ ছিলেন। শুরুতে হালকা জ্বর থাকলেও পরে শারীরিক অবস্থা খারাপ হতে থাকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা বর্তমানে আগের তুলনায় উন্নতির দিকে।
জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলা মাহমুদউল্লাহ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টেস্ট ও টি-টোয়েন্টির পর চলতি বছর ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায় নেন এই অলরাউন্ডার। তবে ঘরোয়া ক্রিকেটে এখনো নিয়মিত খেলছেন তিনি। গত এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুই ম্যাচ খেলেছিলেন। এর মধ্যে একটি ম্যাচে অপরাজিত ৪১ রানও করেন।
ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগে ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ছিলেন মাহমুদউল্লাহ। নিয়মিত রিহ্যাব করছিলেন তিনি। চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সব কিছু ঠিক থাকলে এক-দুই দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর জন্য দোয়া চেয়েছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাঁকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়ালু। তাঁর (মাহমুদউল্লাহ) জন্য দোয়া করবেন।”
বাংলাদেশে গত কয়েক মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ব্যাপকভাবে। সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপও বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
সব কিছু অনুকূলে থাকলে সুস্থ হয়ে উঠেই আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি শুরু করতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিপিএলের সর্বশেষ আসরে তিনি খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে।