সর্বশেষ :
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে পাঠদান ব্যাহত — প্রশাসনের হস্তক্ষেপ দাবি নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরীর অভিযোগ, বাতিল হয়েছে এমপিও ১৫ বছর ধরে নীজ কর্মস্থল থেকে বিতাড়িত অধ্যক্ষ দিদারুল ইসলাম বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল আফগানিস্তানকেভারতের‘দালাল‘বললেনপাকিস্তানেরমন্ত্রী টমেটোর পর পেঁয়াজেরবাজারেআগুন, চরম ভোগান্তিতেপাকিস্তানের ক্রেতারা মোরেলগঞ্জে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের ওপর হামলা: দাড়ি টেনে ছেঁড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ন্যায়বিচার দাবি এলাকাবাসীর
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুবিন গার্গের শেষ ইচ্ছা পূরণ, আজ মুক্তি পাচ্ছে ‘রই রই বিনালে’

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বিনোদন: আসামের কিংবদন্তি সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুর পর তার শেষ ছবি ‘রই রই বিনালে’ মুক্তির অপেক্ষায় গোটা আসাম। আজ শুক্রবার রাজ্যজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই আসামের প্রায় ৯০টি প্রেক্ষাগৃহে প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।ছবিটি পরিচালনা করেছেন আসামের জনপ্রিয় নির্মাতা রাজেশ ভূঁইয়া। তিনি জানিয়েছেন, “জুবিনদা এই ছবিটি নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন। তিন বছর ধরে আমরা একসঙ্গে কাজ করেছি। গল্প ও সংগীত দুটোই তার নিজের তৈরি। ছবির বেশির ভাগ কাজ শেষ ছিল, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাকি ছিল।” পরিচালক আরও জানান, জুবিন নিজেই চেয়েছিলেন ছবিটি যেন ৩১ অক্টোবর মুক্তি পায়। “তাই তার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সেই দিনই ছবিটি মুক্তি দিচ্ছি,”বলেন তিনি।ছবিতে এক অন্ধ শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন জুবিন গার্গ। প্রয়াত শিল্পীর স্ত্রী গারিমা শৈকিয়া গার্গ বলেন, “এটি ছিল জুবিনের স্বপ্নের ছবি। দুর্ভাগ্যজনকভাবে তিনি ডাবিং শেষ করতে পারেননি, তাই কিছু জায়গায় তার অনুপস্থিতির শূন্যতা থাকবে। তবে সংগীত ও গল্পের প্রতিটি অংশেই তার আত্মা আছে।”জুবিনের মৃত্যুর পর তার পরিবার, স্ত্রী গারিমা ও বোন পালমে বোরঠাকুরসহ পুরো টিম ছবির শেষ কয়েকটি দৃশ্য সম্পন্ন করেন। গারিমা বলেন, “এই ছবিটি শেষ করা আমাদের কর্তব্য ছিল, তার প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা মুক্তির দিনটি ঠিক রেখেছি তার ইচ্ছামতো।”আসামজুড়ে এখন ছবিটি ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গোগোই রাজ্য সরকারকে ছবিটি ট্যাঙ্-ফ্রি করার অনুরোধ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, “জুবিন গার্গের এই শেষ চলচ্চিত্র তার শিল্পজীবনের প্রতীক। তার আকস্মিক মৃত্যু আসামের সংস্কৃতিচর্চায় এক অপূরণীয় ক্ষতি।”জানা গেছে, আসামের পাশাপাশি ভারতের ৪৬টি শহরেও মুক্তি পাবে ‘রই রই বিনালে’। দর্শকদের প্রত্যাশা, এই চলচ্চিত্রটি হবে জুবিন গার্গের প্রতি আসামের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার চূড়ান্ত প্রকাশ।উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন জুবিন গার্গ। নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় খিঁচুনি ওঠে তার শরীরে, সেখান থেকেই শুরু হয় ট্র্যাজেডি। মৃত্যুর ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে, যাদের বিচারিক হেফাজত আরও ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছে। তদন্ত এখনও চলছে।

 


এই বিভাগের আরো খবর