সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি আবারও আলোচনায়। কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় দর্শকদের মুগ্ধ করার পর এবার কলকাতার নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সে ছবির কাজ নিয়ে ভারত সফরে রয়েছেন এই তারকা। সেখানে দেশটির গণমাধ্যমের মুখোমুখি হয়ে দিয়েছেন সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে সাহসী দৃশ্যে অভিনয় করা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তাসনিয়া ফারিণ কি কি সাহসী দৃশ্যে অভিনয় করবেন? প্রশ্নটি শুনে খানিকটা হেসে বেশ খোলামেলা জবাব দেন অভিনেত্রী। পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘কোন দৃশ্য সাহসী? তার মাপকাঠি কী, আমি জানি না। তাই উত্তরও অজানা।’ তার উত্তর শুনে উপস্থিত সাংবাদিকরাও হেসে ওঠেন। স্পষ্ট উত্তর না দিলেও ফারিণের কৌশলী জবাব নেটদুনিয়ায় ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। দুই বাংলার কাজের পার্থক্য নিয়েও কথা বলেন তিনি। ফারিণ বলেন, ‘কাজের ধরন একটু আলাদা বটে। আমাদের এখানে (বাংলাদেশে) স্বাধীনভাবে কাজ করা হয়। ওখানে (ভারতে) সব কিছু অনেক বেশি সংগঠিত ও পেশাদারভাবে হয়। তবে ভাষা, সংস্কৃতি, মানুষের চেহারা সবই তো এক। তাই পার্থক্য খুব বেশি মনে হয় না।’ ভারতীয় ধারাবাহিক বা টেলিভিশন নাটকে কাজ করবেন কি না এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘মনে হয় পারব না। কারণ, ধারাবাহিকের কাজ অনেক দীর্ঘ সময় ধরে চলে। তাতে সব কিছু ছেড়ে ওখানেই থাকতে হয়। আমি তো নিজের দেশেও কাজ করি। তবে আপনাদের নায়ক ঋষি কৌশিকের সঙ্গে আমি অভিনয় করেছি, উনি আমাদের দেশে কাজ করে গিয়েছেন।’ উল্লেখ্য, কলকাতার নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করে দুই বাংলাতেই প্রশংসিত হয়েছিলেন তাসনিয়া ফারিণ। অনুরাগীদের এখন অপেক্ষা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমায় নতুন চমক নিয়ে আসা ফারিণের জন্য।


এই বিভাগের আরো খবর