সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশেষ দিনে ভিন্ন রূপে ধরা দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বিনোদন:নিজের জন্মদিনে নতুন এক রূপে হেমন্তের নরম আলো আর ধোঁয়ার মৃদু খেলায় ধরা দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো শেয়ার করেন তিনি। ছবির প্রতিটা ফ্রেমের মুহূর্তে ফুটে উঠেছে তার নিঃশব্দ আবেদন, যা দেখাতে কখনো তিনি ক্যামেরার সামনে শব্দের অবলম্বন করেন না। শাড়ির কোমল ছোঁয়া, মিনিমাল সাজ ও চোখের গভীরতায় মিশে আছে এক মায়াবী উপস্থিতি, যা সহজেই মন ছুঁয়ে যায়। জন্মদিনের এই বিশেষ ফটো সিরিজে বাঁধন যেন নিজেকে তুলে ধরেছেন একান্তভাবে, এমন রূপে যা সাধারণত তিনি অন্তরে রাখেন। প্রতিটি ফ্রেমে আলো, ছায়া ও তার অভিব্যক্তি একত্র হয়ে তৈরি করেছে এক স্নিগ্ধ গল্প, যেখানে নিঃশব্দ সৌন্দর্য হৃদয়গ্রাহীভাবে ফুটে উঠেছে। পর্দার বাঁধনকে আমরা কখনো নিখাদ গ্ল্যামার লুকে দেখি, আবার কখনো চরিত্রের গভীরে মিশে থাকা এক বাস্তব নারীর রূপে। কিন্তু এই বিশেষ ফটো সিরিজে তার আবির্ভাব ভিন্নমাত্রিক। প্রতিটি ছবিতে আলো, ধোঁয়া আর নীরবতার এক অপূর্ব সংলাপ। বাঁধনের চোখের দৃষ্টি ও অভিব্যক্তি যেন নিঃশব্দে গল্প বলে। ফ্রেমে দেখা যায়, তিনি পরেছেন সোনালি পাড়ের ঐতিহ্যবাহী কেরালা কটন শাড়ি। সঙ্গে রয়েছে টেরাকোটা কমলা রঙের স্লিভলেস ব্লাউজ, যা পুরো লুকে উজ্জ্বলতা ও ভারসাম্য এনেছে। অলংকার হিসেবে বেছে নেওয়া হয়েছে দেশিয় ব্র্যান্ড ‘গ্লুড টুগেদার’-এর নকশা করা গয়না, যা বাঁধনের নিজস্ব স্টাইল ও পছন্দের পরিচায়ক। সাজে রেখেছেন পুরোপুরি মিনিমাল ছোঁয়া। খোলা চুলে হালকা কার্ল, কপালে ছোট্ট কালো টিপ, ঠোঁটে নরম ম্যাট শেডের লিপ কালার-সব মিলিয়ে এক প্রশান্ত ও আকর্ষণীয় উপস্থিতি। এই লুকের মেকআপ করেছেন মেকআপ আর্টিস্ট এম কে হুসেন। অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে গাজরা, যা লুকে এনেছে নিখাদ নারীত্বের ছোঁয়া। ফ্রেমে ফ্রেমে আলো-ছায়ার নরম মিশ্রণ এক স্বপ্নীল পরিবেশ তৈরি করেছে। কখনো জানালা দিয়ে আসা সূর্যের রশ্মিতে, কখনো ধূপের ধোঁয়ার কুয়াশায় বাঁধন যেন নিজেকে মেলে ধরেছেন এক মায়াবী সত্তা হিসেবে। তার উপস্থিতিতে মনে হয় আলোটা যেন তাকে ঘিরে জন্মেছে। ছবিগুলো শেয়ার করে বাঁধন লিখেছেন, এই ছবিগুলো আমার সেই অংশকে তুলে ধরে, যা আমি সাধারণত নিঃশব্দে রাখি। এগুলো এত সুন্দরভাবে হয়েছে, তার জন্য কৃতজ্ঞ। শাড়ির অনিন্দ্যসুন্দর এই ফটো সিরিজ কেবল একটি ফ্যাশন উপস্থাপনাই নয়, বরং এটি এক নারীর নিজস্বতা, প্রশান্তি ও আত্মবিশ্বাসের প্রকাশ। জন্মদিনে বাঁধন দেখিয়ে দিলেন, গ্ল্যামার নয়, নিজের সত্তাকেই সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করাই প্রকৃত স্টাইল।


এই বিভাগের আরো খবর