মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফ্রাঙ্কফুর্টে ৫-১ গোলের দাপুটে জয়ে চেনা ছন্দে ফিরল লিভারপুল

প্রতিনিধি: / ১১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

স্পোর্টস: কয়েক ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে অবশেষে পুরোনো ছন্দে ফিরল ইংলিশ ক্লাব লিভারপুল। বুধবার (২২ অক্টোবর) রাতে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ৫-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে আর্না স্লটের দল।

ম্যাচের শুরুটা ভালো ছিল না লিভারপুলের জন্য। ২৬তম মিনিটে মারিও গোটসের পাস থেকে রাসমুস ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিক ফ্রাঙ্কফুর্ট। কিন্তু গোল হজমের পরই জেগে ওঠে ইংলিশ জায়ান্টরা। প্রথমার্ধের শেষ দশ মিনিটেই তিনটি গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা।

৩৫তম মিনিটে অ্যান্ডি রবার্টসনের থ্রু বল ধরে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান উগো একিতিকে। এরপর ৩৯তম মিনিটে কোডি গাকপোর কর্নার থেকে হেডে গোল করেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। বিরতির ঠিক আগে আরেকটি কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। প্রথমার্ধ শেষে লিভারপুল ৩-১ গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও একই আধিপত্যে খেলেছে লিভারপুল। ৬৬তম মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের পাস থেকে গোল করেন গাকপো। তিন মিনিট পর ডি-বঙ্রে বাইরে থেকে দুর্দান্ত শটে দলের পঞ্চম গোলটি করেন দমিনিক সোবোসলাই। এরপরও সুযোগ পেয়েছিল তারা, কিন্তু গোলের দেখা মেলেনি।

পুরো ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য ছিল লিভারপুলের। বল দখলে ছিল ৬৪ শতাংশ সময়, আর তাদের নেওয়া ১৭ শটের ১৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ফ্রাঙ্কফুর্টের নেওয়া চারটি শটের মধ্যে একটিই ছিল অন টার্গেট। গোলরক্ষকের একাধিক সেভ না হলে ব্যবধান আরও বড় হতে পারত।

এই জয়ের ফলে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের দশম স্থানে উঠেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচে রয়েছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে পিএসজি।

টানা চার ম্যাচে পরাজয়ের গ্লানি কাটিয়ে ফ্রাঙ্কফুর্টের মাঠে এই জয় লিভারপুলকে ফিরিয়ে দিল চেনা আত্মবিশ্বাসে। ম্যাচ শেষে কোচ আর্না স্লট বলেন, “দল যেভাবে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছে, সেটাই আসল লিভারপুলের পরিচয়। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”


এই বিভাগের আরো খবর