সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুখবর পেলেন রিশাদ হোসেন

প্রতিনিধি: / ৪৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে দুই ম্যাচ শেষে উভয়ে ১-১ সমতায় রয়েছে। চলমান এই সিরিজে ব্যাট-বল-ফিল্ডিং প্রতিটি বিভাগেই প্রাণবন্ত পারফর্ম করছেন রিশাদ হোসেন। তারই পুরস্কার মিলেছে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। বাংলাদেশি এই লেগস্পিনার বোলিংয়ে ৬৫ এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ উন্নতি করেছেন। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গত মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ব্যাট হাতে ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন রিশাদ। এরপর বোলিংয়ে ১০ ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এর আগে প্রথম ওয়ানডেতে ১৩ বলে ২৬ রান করার পর ৩৫ রানে ৬ উইকেট শিকার করেছিলেন রিশাদ। যা ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ব্যাট-বলে দারুণ সময় কাটানো রিশাদ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে তার অবস্থান ৬৮তম, একইসঙ্গে বর্তমান ৪৩০ রেটিং পয়েন্ট রিশাদের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ। এ ছাড়া ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও ক্যারিয়ারসেরা রেটিং ১৫১ পয়েন্ট নিয়ে ৮৭ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান ৩৭তম। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে ১৮তম এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে নাসুম আহমেদ ১৬ ধাপ এগিয়ে ৭১তম এবং দুই ধাপ এগিয়ে ৯৬তম হয়েছেন তানভীর ইসলাম। চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্পিননির্ভর পিচে স্লোয়ার বোলাররা রাজত্ব করছেন। সেভাবে সুযোগ মিলছেন না পেসারদের, তারই প্রভাব হিসেবে তাসকিন আহমেদ ৪ ধাপ পিছিয়ে ৩৮, শরিফুল ৩ ধাপ পিছিয়ে ৬১ এবং তানজিম সাকিব ৬ ধাপ পিছিয়ে ৭৩-এ নেমে গেছেন। ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাওহীদ হৃদয় (৭ ধাপ উন্নতির পর ৩৫তম), মিরাজ (২ ধাপ এগিয়ে ৬৩) ও সৌম্য সরকার (৫ ধাপ এগিয়ে ৮৬)। তবে অবনতি হয়েছে জাকের আলি (৩ ধাপ পিছিয়ে ৭৮) ও ইনজুরির কারণে দলের বাইরে থাকা লিটন দাসের (৭ ধাপ পিছিয়ে ৯১)। ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে শীর্ষে আছেন শুভমান গিল, ইব্রাহিম জাদরান ও রোহিত শর্মা। বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে রাজত্ব রশিদ খান, কেশভ মহারাজ ও মহেশ থিকশানার। এ ছাড়া আজমতউল্লাহ ওমরজাই, সিকান্দার রাজা ও মোহাম্মদ নবি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন।

 


এই বিভাগের আরো খবর