মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জার্মানদের নিয়ে ছেলেখেলা করলো পিএসজি

প্রতিনিধি: / ১১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার রাতে একেবারে নাটকীয় ম্যাচ উপহার দিলো বায়ার লেভারকুসেন ও প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। প্রথমার্ধেই দেখা মিলেছে পাঁচ গোল, দুই লাল কার্ড ও দুই পেনাল্টির; সব মিলিয়ে এক দমবন্ধ করা ৪৫ মিনিট! শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ৭-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জার্মান দলটিকে। জার্মানির বায়এরেনা স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। সপ্তম মিনিটেই উইলিয়াম পাচোর হেডে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। এরপর শুরু হয় বিশৃঙ্খলা। উভয় দলই হারায় একজন করে খেলোয়াড়, আর লেভারকুসেন পায় দুইটি পেনাল্টি সুযোগ। ২৫ মিনিটে প্রথম পেনাল্টি থেকে পোস্টে লেগে গোল মিস করেন আলেঙ্ গ্রিমালদো। ঠিক আট মিনিট পর ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লেভারকুসেন অধিনায়ক রবার্ট আন্দরিচ। এর কিছু পরেই পিএসজির ইলিয়া জাবারনিও লাল কার্ড দেখেন ক্রিশ্চিয়ান কোফানেকে ফাউল করে, যে মুহূর্তে কোফানে একেবারে গোলমুখে ছিলেন। এইবার সুযোগ হাতছাড়া করেনি লেভারকুসেন। আলেইঙ্ গার্সিয়া স্পট কিক থেকে গোল করে ব্যবধান সমান করেন (১-১)। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ৪১তম মিনিটে দেজিরে দুয়ে দারুণ এক স্ন্যাপ শটে আবার লিড এনে দেন পিএসজিকে। তিন মিনিট পর খভিচা কভারাটস্কেলিয়া জোড়ালো এক শটে বল পাঠান জালে, পোস্টে লেগে ঢ়ুকে যায় (৪৪ মিনিটে)। অতিরিক্ত সময়ে দুয়ে তার দ্বিতীয় গোলটি করেন বঙ্রে বাইরে থেকে নিচু কেটে যাওয়া শটে। প্রথমার্ধ শেষে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। দ্বিতীয়ার্ধে পিএসজির দাপট আরও বেড়ে যায়। ফ্রান্সের হয়ে সেপ্টেম্বর মাসে চোট পাওয়া ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে বদলি হিসেবে নেমে নিজের প্রত্যাবর্তনটি স্মরণীয় করে তোলেন এক গোল করে। এ জয়ে তিন ম্যাচে তিন জয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স লিগে নিখুঁত সূচনা ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।


এই বিভাগের আরো খবর