মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন কেশভ

প্রতিনিধি: / ১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

লাহোরে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে রাজ করেছেন স্পিনাররা। যত দিন গড়িয়েছে ততই তাদের ঘূর্ণিতে ব্যাটাররা দিশেহারা হয়েছেন। যেখানে শেষ হাসি হেসেছে স্বাগতিক পাকিস্তান। দুই দল এবার নেমেছে রাওয়ালপিন্ডিতে। যেখানে সাধারণত স্পোর্টিং পিচ হয়ে থাকে। কিন্তু এখানেও শুরুতেই স্পিনারদের দাপট দেখা গেছে। প্রোটিয়া স্পিনার হিসেবে পাকিস্তানের বিপক্ষে সেরা বোলিং ফিগার গড়লেন কেশভ মহারাজ। যদিও তিন ব্যাটারের ফিফটিতে স্কোরবোর্ডে যথেষ্ট রান জমা করেছে শান মাসুদের দল। গত সোমবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকরা ৫ উইকেটে ২৫৯ রান তোলে। আজ ৭৪ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান। প্রোটিয়াদের পক্ষে একাই ৪২.৪ ওভার বল করেছেন কেশভ। ১০২ রানের বিনিময়ে তিনি ৭ উইকেট শিকার করেছেন। যা পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে কোনো স্পিনারের সেরা বোলিং ফিগার। এর মধ্য দিয়ে কেশভ ভেঙেছেন ২২ বছরের পুরোনো এক রেকর্ড। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার আরেক বাঁ-হাতি স্পিনার পল অ্যাডামসের ১২৮/৭ ছিল সেরা বোলিং ফিগার। সেই ম্যাচটি হয়েছিল লাহোরে। দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান টেস্ট এবং পাকিস্তানের ভেন্যু দুই বিচারেই দুই দশকের পুরোনো রেকর্ড নতুন করে লিখলেন কেশভ। তবে পেসার-স্পিনার মিলিয়ে সেরা বোলিং ফিগারের পরিসংখ্যান দেখলে তার ওপরে আছেন কাইল অ্যাবট। ২০১৩ সালে তিনি পাকিস্তানের বিপক্ষে মাত্র ২৯ রানে ৭ উইকেট শিকার করেছেন। এ নিয়ে টেস্টে ১২তম ফাইফার নিয়েছেন কেশভ মহারাজ। তিনি ছাড়াও রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সিমন হারমার ২ এবং কাগিসো রাবাদা ১ উইকেট শিকার করেছেন। বিপরীতে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেছেন অধিনায়ক শান মাসুদ। ১৭৬ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ২টি চার ও ৩ ছক্কায়। এ ছাড়া সৌদ শাকিল ৬৬, আব্দুল্লাহ শফিক ৫৭ ও সালমান আলি আগা ৪৫ রান করেন।


এই বিভাগের আরো খবর