সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার হলেন রোনালদো

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বিশ্বের সর্বোচ্চ আয়কারী ফুটবলারের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অপরদিকে, বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা পেয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ফোর্বস তাদের ২০২৫-২৬ মৌসুমের সর্বোচ্চ আয়ের ১০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তালিকায় দেখা গেছে, সৌদি প্রো লিগের আল নাসর ক্লাবের পর্তুগিজ তারকা রোনালদো আগামী এক বছরে কর ও এজেন্ট ফি বাদে আনুমানিক ২৮০ মিলিয়ন ডলার উপার্জন করবেন। এরমধ্যে ক্লাব থেকে বেতন ও বোনাস হিসেবে আসবে ২৩০ মিলিয়ন ডলার, আর বাকি ৫০ মিলিয়ন ডলার আসবে অফ-ফিল্ড আয়ে, যেমন স্পন্সরশিপ ও ব্র্যান্ড চুক্তি থেকে। ৪০ বছর বয়সী রোনালদো এ নিয়ে গত এক দশকে ষষ্ঠবারের মতো ফোর্বসের তালিকার শীর্ষে উঠলেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা এক বিলিয়নেরও বেশি। দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি, যিনি যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। তার মোট আয় ১৩০ মিলিয়ন ডলার, যার মধ্যে অফ-ফিল্ড আয়ে রয়েছে ৭০ মিলিয়ন ডলার-যা আসে অ্যাডিডাস, লেস ও মাস্টারকার্ডের মতো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে। তৃতীয় স্থানে সৌদি ক্লাব আল ইত্তিহাদের অধিনায়ক করিম বেনজেমা, যিনি মাঠে আয় করবেন ১০০ মিলিয়ন ডলার এবং মাঠের বাইরে আরও ৪ মিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপে (৯৫ মিলিয়ন ডলার), পঞ্চম স্থানে আরলিং হালান্ড (৮০ মিলিয়ন ডলার), ষষ্ঠ স্থানে ভিনিসিয়ুস জুনিয়র (৬০ মিলিয়ন ডলার), সপ্তম স্থানে মোহাম্মদ সালাহ (৫৫ মিলিয়ন ডলার), অষ্টম স্থানে সাদিও মানে (৫৪ মিলিয়ন ডলার), নবম স্থানে জুদ বেলিংহ্যাম (৪৪ মিলিয়ন ডলার) এবং দশম স্থানে রয়েছেন লামিনে ইয়ামাল, যার আয় ৪৩ মিলিয়ন ডলার। মাত্র ১৮ বছর বয়সে ইয়ামাল ফোর্বসের ইতিহাসে প্রথম তরুণ ফুটবলার হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি ২০২৫ সালে বার্সেলোনার সঙ্গে ১০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন এবং লিওনেল মেসির পর বার্সার আইকনিক ১০ নম্বর জার্সি পরছেন। এই মৌসুমে সর্বোচ্চ আয়কারী ১০ ফুটবলারের মোট আয় হবে ৯৪৫ মিলিয়ন ডলার, যা গত বছরের ৯৮৩ মিলিয়নের তুলনায় প্রায় ৪% কম। গত বছরের তালিকায় তৃতীয় স্থানে থাকা নেইমার এবার টপ-১০ থেকে ছিটকে গেছেন, কারণ তিনি সৌদি আরবের আল হিলাল ছেড়ে ব্রাজিলের সান্তোসে ফিরে গেছেন।

ফোর্বসের ২০২৫ সালের শীর্ষ ১০ উচ্চ আয়কারী ফুটবলারদের তালিকা
১. ক্রিশ্চিয়ানো রোনালদো – $২৮০ মিলিয়ন (মাঠে: $২৩০ মিলিয়ন, মাঠের বাইরে: $৫০ মিলিয়ন)
২. লিওনেল মেসি – $১৩০ মিলিয়ন (মাঠে: $৬০ মিলিয়ন, মাঠের বাইরে: $৭০ মিলিয়ন)
৩. করিম বেনজেমা – $১০৪ মিলিয়ন (মাঠে: $১০০ মিলিয়ন, মাঠের বাইরে: $৪ মিলিয়ন)
৪. কিলিয়ান এমবাপে – $৯৫ মিলিয়ন (মাঠে: $৭০ মিলিয়ন, মাঠের বাইরে: $২৫ মিলিয়ন)
৫. আরলিং হাল্যান্ড – $৮০ মিলিয়ন (মাঠে: $৬০ মিলিয়ন, মাঠের বাইরে: $২০ মিলিয়ন)
৬. ভিনিসিয়ুস জুনিয়র – $৬০ মিলিয়ন (মাঠে: $৪০ মিলিয়ন, মাঠের বাইরে: $২০ মিলিয়ন)
৭. মোহাম্মদ সালাহ – $৫৫ মিলিয়ন (মাঠে: $৩৫ মিলিয়ন, মাঠের বাইরে: $২০ মিলিয়ন)
৮. সাদিও মানে – $৫৪ মিলিয়ন (মাঠে: $৫০ মিলিয়ন, মাঠের বাইরে: $৪ মিলিয়ন)
৯. জুদ বেলিংহাম – $৪৪ মিলিয়ন (মাঠে: $২৯ মিলিয়ন, মাঠের বাইরে: $১৫ মিলিয়ন)
১০. লামিনে ইয়ামাল – $৪৩ মিলিয়ন (মাঠে: $৩৩ মিলিয়ন,


এই বিভাগের আরো খবর