সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ইনজুরিতে ছিটকে গেলেন ক্যামেরন গ্রিন

প্রতিনিধি: / ২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ঘরের মাঠে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ফরম্যাটের সিরিজ শুরু হচ্ছে আগামী রোববার থেকে। তিন ম্যাচের ওয়ানডে দিয়ে পরাশক্তি দুই দলের এই লড়াই শুরু হবে। কিন‘ তার আগেই একের পর এক চোটের ধাক্কা লাগছে অজি শিবিরে। অন্তত দুটি ওয়ানডের জন্য আগেই ছিটকে পড়েন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। এ ছাড়া অ্যাডাম জাম্পা ছুটি নেন প্রথম ম্যাচ থেকে। এবার নতুন করে পুরো ওয়ানডে সিরিজই শেষ হয়ে গেল ক্যামেরন গ্রিনের। ২৬ বছর এই অলরাউন্ডারের চোট অবশ্য কেবল ভারত সিরিজই নয়, আসন্ন অ্যাশেজ সিরিজের আগেও অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে। গ্রিনের চোট নিয়ে জানা গেছে, তার লো গ্রেড সাইড সোরনেস (পেট কিংবা পিঠের নিচের দিকে ব্যথা) রয়েছে। গত বছরের অক্টোবরে চোট সারাতে গ্রিনের সার্জারি হয়েছিল, যে কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। জাতীয় দলে ফিরলেও তিনি বোলিং করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছিল। ফলে তিনি খেলতেন কেবল বিশেষজ্ঞ ব্যাটারের ভূমিকায়। শোনা যাচ্ছিল, ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের পরই বিশ্রাম দেওয়া হতো গ্রিনকে। এমনকি একই কারণে তাকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের -্কােয়াডেও রাখেনি অস্ট্রেলিয়া। তাদের লক্ষ্য ছিল অ্যাশেজের প্র-‘তি নিতে ওই সময়ে কিছুদিন বিশ্রাম নিয়ে ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া লাল বলের শেফিল্ড শিল্ডে গ্রিনকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলানো। একইসঙ্গে ধীরে ধীরে কয়েক ওভার করে বোলিংয়ের মাধ্যমে যেন অ্যাশেজে পূর্ণ অলরাউন্ডার হিসেবে ফিরতে পারেন। এখন ভারত সিরিজের দুই ফরম্যাট থেকেই ছিটকে গেলেন গ্রিন। তার জায়গায় অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফর্মের কারণে বাদ পড়া মার্নাস লাবুশেন। তিনিও এই মুহূর্তে শেফিল্ড শিল্ডে খেলছিলেন। হঠাৎ জাতীয় দলের দরজা খোলায় প্রথম ওয়ানডের আগে পার্থে অজি দলের সঙ্গে যোগ দিতে অ্যাডিলেড থেকে রওনা হবেন লাবুশেন। তিনি সম্প্রতি কুইন্সল্যান্ডের ১৫৯ রানের ইনিংস খেলেছেন, সবমিলিয়ে ঘরোয়া ক্রিকেটের ৫ ইনিংসে করেন ৪টি সেঞ্চুরি। জাতীয় দলে ব্যাট হাতে অধারাবাহিকতার কারণে ভারত সিরিজের জন্য প্রথমে ডাক পাননি এই ব্যাটিং অলরাউন্ডার। এদিকে, চোটের কারণে ছিটকে পড়া গ্রিনের পুনর্বাসন শুরু করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের লক্ষ্য ১১ দিন পর হতে যাওয়া শেফিল্ড শিল্ড ম্যাচের আগে যেন তাকে সারিয়ে তোলা যায়। আগে থেকেই চোটের কবলে জর্জরিত অস্ট্রেলিয়া। টেস্ট অলরাউন্ডার ব্যু ওয়েবস্টার চোটের কারণে শিল্ড ম্যাচও মিস করেছেন। এ ছাড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের খেলা হচ্ছে না পুরো ভারত সিরিজ। এমনকি অ্যাশেজের প্রথম ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। লেগ-্পনিার জাম্পার -্ত্রী হ্যারিয়েট সন্তানসম্ভবা। অল্প সময়ের মাঝে দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছে এই দম্পতি। সে কারণে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেতে তিনি থাকছেন না। যুক্ত হতে পারেন পরের ম্যাচ থেকে। জাম্পার জায়গায় প্রথম ওয়ানডের জন্য ম্যাথু কুনেমান অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেলেন তিন বছর পর। এ ছাড়া জশ ইংলিস এখনও পায়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠেননি। -্কােয়াডে নেই উইকেটরক্ষক ব্যাটার অ্যালেঙ্ ক্যারিও। মূলত আসন্ন অ্যাশেজ সিরিজের প্র-‘তি হিসেবে শেফিল্ড শিল্ডে খেলছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে থেকে তিনি জাতীয় দলে যুক্ত হবেন।


এই বিভাগের আরো খবর