সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রোনালদোর জোড়া গোলেও জয় পেলোনা পর্তুগাল

প্রতিনিধি: / ১৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বিশ্বকাপে জায়গা করে নেওয়া থেকে স্রেফ ৩ মিনিট দূরে ছিল পর্তুগাল। এমন সময়ে সব হিসেব পাল্টে দিলেন দমিনিক সোবোসলাই। জটলার মধ্য দিয়ে আসা ক্রসে দূরের পোস্টে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নিলেন হাঙ্গেরির মিডফিল্ডার। ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ডের রাতে তিনি বাড়ালেন পর্তুগালের অপেক্ষা। লিসবনে গত মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। আতিলা সালাই শুরুতেই সফরকারীদের এগিয়ে নেন। প্রথমার্ধেই জোড়া গোল করে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে সোবোসলাইয়ের সেই গোলে ম্যাচ শেষ হয় সমতায়। নিজের প্রথম গোলে একটি পাতায় এখন সবার ওপরে আছে রোনালদো নাম। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোল এখন পর্তুগিজ মহাতারকার। ঘরের মাঠে পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় পর্তুগাল। ডি বঙ্রে বাইরে থেকে বাঁ পায়ের শট লক্ষ্েয রাখতে পারেননি রোনালদো। দুই মিনিট পর নিজেদের প্রথম সুযোগ পায় হাঙ্গেরি। ডি বঙ্রে বাইরে থেকে রোলান্দ সালাইয়ের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা। অষ্টম মিনিটে সেই কর্নার থেকেই গোল করে এগিয়ে যায় হাঙ্গেরি। সোবোসলাইয়ের কর্নারে লাফ দিয়েও বল নাগালে পাননি কস্তা। পেছনের পোস্টে থাকা আতিলা সালাই জোরাল হেডে খুঁজে নেন জাল। বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগালের মাঠে এটাই হাঙ্গেরির প্রথম গোল। চতুর্দশ মিনিটে ডি বঙ্রে বাইরে থেকে বাঁ পায়ের শট লক্ষ্যইে রাখেন রোনালদো। তবে খুব একটা জোর না থাকায় অনায়াসেই ফেরান হাঙ্গেরি গোলরক্ষক। আট মিনিট পর পর্তুগাল অধিনায়কই দলকে ফেরান সমতায়। নেলসন সেমেদোর ক্রসে খুব কাছ থেকে অনায়াসে জাল খুঁজে নেন রোনালদো। কিছুই করার ছিল না গোলরক্ষকের। বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন রোনালদো (৪০)। ছাড়িয়ে গেলেন ৩৯ গোল করা কার্লোস রুইসকে। ৩৯তম মিনিটে ফের দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পান সালাই। কিন্তু গোলরক্ষক বরাবর শট নিয়ে দলকে হতাশ করেন তিনি। দুই মিনিট পর কর্নার থেকে হেড লক্ষ্েয রাখতে পারেননি রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নুনো মেন্দেসের দুর্দান্ত ক্রসে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন রোনালদো। এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৪৩টি, ২২৫ ম্যাচে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুযোগ পান সেমেদো। তবে ৫০তম মিনিটে কাছের পোস্ট ঘেঁষে তার শট ঝাঁপিয়ে ঠেকান হাঙ্গেরি গোলরক্ষক। পাঁচ মিনিট পর সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন সোবোসলাই। খুব কাছ থেকে গোলরক্ষক বরাবর হেড করেন তিনি। ৬০তম মিনিটে পর্তুগাল ডিফেন্ডার রুবেন দিয়াসের গতিময় শট ফেরে পোস্টে লেগে! পরের মিনিটে ব্রুনো ফের্নান্দেসের শট ঝাঁপিয়ে কোনোমতে রক্ষা করেন হাঙ্গেরি গোলরক্ষক। বদলি নেমেই গোল পেতে পারতেন জোয়াও ফেলিঙ্। কিন্তু গতিময় হেডেও তিনি পরাস্ত করতে পারেননি গোলরক্ষককে। ৭২তম মিনিটে সালাইয়ের হেড ক্রসবারে লেগে ফিরলে একটুর জন্য সমতা ফেরেনি। এর ছয় মিনিট পর বেশ কিছু পরিবর্তন আনেন পর্তুগাল কোচ। এর মধ্েয রোনালদোকে তুলে নিয়ে গন্সালো রামোসকে নামান তিনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে দানিয়েল লুকাসের নিচু ক্রসে দূরের পোস্টে স্লাইড করে জাল খুঁজে নেন সোবোসলাই। সমতা ফেরে ম্যাচে। বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি পারেনি কোনো দলই। ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের চূড়ায় পর্তুগাল। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে হাঙ্গেরি। গ্রুপের অন্য ম্যাচে ১০ জনের আর্মেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে আয়ারল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে আর্মেনিয়া। ‘আই’ গ্রুপের ম্যাচে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে অন্তত রানার্সআপ হওয়া নিশ্চিত করেছে ইতালি। ৬ ম্যাচে পঞ্চম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দলটি আছে দুই নম্বরে। ৬ ম্যাচে টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় নরওয়ে। দলটির গোল পার্থক্য ২৬, ইতালির ১০। তাই শুধু জিতলেই হবে না জেন্নারো গাত্তুসোর দলের, এমন ব্যবধানে জিততে হবে যেন গোল পার্থক্েয নরওয়ে পিছিয়ে যায়।


এই বিভাগের আরো খবর