সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

প্রতিনিধি: / ৬৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একাধিক কাজে ব্যস্ত রয়েছেন তিনি। গুঞ্জন উঠেছে, আবারও তামিল সিনেমায় ফিরতে যাচ্ছেন তিনি। নায়ক সিম্বু (সিলাম্বরসান টি আর)-এর বিপরীতে ‘অরাসান’ সিনেমায় অভিনয় করতে পারেন সামান্থা। গ্যাংস্টার ধাঁচের এই সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ভেত্রীমারান। জানা গেছে, সিনেমাটি ধানুশ অভিনীত ‘ভাদা চেন্নাই’ সিনেমার অংশ হবে। তেলেগু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থা বর্তমানে ‘অরাসান’-এ যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনায় রয়েছেন। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সব ঠিক থাকলে, এটি হবে ২০১০ সালের জনপ্রিয় সিনেমা ‘ভিন্নাইথান্ডি বরুভায়া’র পর সামান্থা ও সিম্বুর পুনর্মিলন। সেইসঙ্গে এই ছবি দিয়ে তিন বছর পর তামিলে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী। সামান্থার সর্বশেষ তামিল সিনেমা ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাতুভাকুলা রেন্দু কাধাল’। সিনেমাটিতে তিনি বিজয় সেতুপতি ও নায়ানথারার সঙ্গে অভিনয় করেছিলেন। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও বঙ্ অফিসে সিনেমাটি সফল হয়েছিল। সামান্থাকে সর্বশেষ দেখা গেছে অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’-তে। সেখানে তার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা হবে তেলেগু ভাষার ‘মা ইন্টি বাঙ্গারাম’। এটি একটি অ্যাকশনধর্মী ছবি। এছাড়াও তিনি অভিনয় করবেন ‘রক্ত ব্রহ্মান্ড: দ্য ব্লাডি কিংডম’ নামের একটি ওয়েব সিরিজে। এতে আদিত্য রায় কাপুরের বিপরীতে দেখা যাবে সামান্থাকে।


এই বিভাগের আরো খবর