বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জীবনের ডাক

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সানযিয়া অরনি
পথ যতই কঠিন হোক, ভয় পেয়ো না মন,
অন্ধকার শেষে জ্বলে ওঠে সূর্যের ক্ষণ।
ভাঙা ডানায়ও পাখি আকাশ খুঁজে নেয়,
সাহসী হৃদয়ই কেবল স্বপ্ন পূরণ পায়।
হোঁচট খাওয়ার মধ্যেই আছে শেখার শক্তি,
হার মানা নয়—চলতেই হবে, এ জীবনেরukti।
বিশ্বাস রাখো—একদিন তুমিই আলো হবে,
তোমার গল্প অন্যকে লড়াই শেখাবে।


এই বিভাগের আরো খবর