সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তৃতীয় সন্তানের আনন্দে ভাসছেন রিয়ান্না, ইনস্টাগ্রামে শেয়ার করলেন প্রথম ছবি

প্রতিনিধি: / ৭৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন: ক্যারিবিয়ান পপতারকা রিয়ান্না আবারও মাতৃত্বের আনন্দে ভেসেছেন। দীর্ঘদিনের প্রেমিক ও র‌্যাপার এসাপ রকির সঙ্গে গড়ার ঘরে গত ১৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন এই গায়িকা। সিএনএন জানিয়েছে, নবজাতকের নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স।
রিয়ান্না এবং এসাপ রকির সম্পর্ক দীর্ঘ এক দশক ধরে বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। ২০২০ সালে তারা একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায় এবং পরের বছর রিয়ান্নার দেশ বারবাডোসে ছুটি কাটাতে দেখা যায় এই জুটিকে। সম্পর্কের বিষয়টি ২০২১ সালে প্রকাশ্যে স্বীকার করেন রিয়ান্না। এরপর ২০২২ সালের মে মাসে তারা প্রথম সন্তানের বাবা-মা হন। ২০২৩ সালে জন্ম নেয় তাদের কন্যাসন্তান রায়ট রোজ। এবার এসেছে তাদের তৃতীয় সন্তান।
রিয়ান্না ইনস্টাগ্রামে নবজাতকের ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন-“রাজকুমারী এই পৃথিবীতে তোমাকে স্বাগতম।” সামাজিক মাধ্যমে ভক্তরা নতুন সন্তানের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং রিয়ান্না-রকির প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন।
২০২০ সালে রিয়ান্না এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার আগামী দশ বছরের পরিকল্পনার মধ্যে সন্তান থাকছে এবং তিনি আশা করছেন তিন বা চারজন সন্তান হবে। তিনি বলেন, “শুধু ভালোবাসা থাকা জরুরি। পিতা-মাতা ও সন্তানের মধ্যে সত্যিকারের সুস্থ সম্পর্ক ভালোবাসার ওপর নির্ভর করে। কোনো শিশুকে ভালোবাসা ছাড়া প্রকৃতভাবে বড় করা সম্ভব নয়।”
রিয়ান্না নয়বারের গ্র্যামি বিজয়ী এবং তাঁর বিলবোর্ড হট ১০০ তালিকায় ১৪টি নাম্বার ওয়ান সিঙ্গেল রয়েছে। ২০১৭ সালে তিনি চালু করেন জনপ্রিয় বিউটি ব্র্যান্ড ফেন্টি বিউটি। অন্যদিকে, এসাপ রকি ২০১১ সালে এএসএপি মবের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন। ২০১৩ সালে তাঁর প্রথম অ্যালবাম বিলবোর্ড ২০০ চার্টে এক নম্বরে ওঠে এবং তিনি দুটি গ্র্যামি মনোনয়ন পেয়েছেন।


এই বিভাগের আরো খবর