সর্বশেষ :
মোরেলগঞ্জে আনসার সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা সিরিয়ায় মার্কিন হামলায় অন্তত ৫ আইএস সদস্য নিহত গাজায় যুদ্ধবিরতির পর থেকে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা ভারতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, পাঁচটি বগি লাইনচ্যুত জানুয়ারিতে রোহিঙ্গা গণহত্যার শুনানি করবে জাতিসংঘের শীর্ষ আদালত ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড তাইওয়ানের রাজধানীতে স্মোক বোমা ও ছুরি হামলার ঘটনায় নিহত ৪ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কোচেলায় রেকর্ড পারিশ্রমিক নিচ্ছেন জাস্টিন বিবার

প্রতিনিধি: / ৯৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

পপ আইকন জাস্টিন বিবারকে এবার কোচেলা ভ্যালি সংগীত ও শিল্প উৎসবে প্রধান পারফর্মার হিসেবে ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে সহশিল্পী হিসেবে রয়েছেন সাবরিনা কার্পেন্টার, ক্যারোল জি এবং অ্যানিমা। বিগত চার বছর তিনি কোচেলার মঞ্চে পারফর্ম করেছেন। কিন্তু প্রধান পারফর্মার হিসেবে এটি তার প্রথম সুযোগ। রিপোর্ট অনুযায়ী, বিবারকে এই দুই দিনের পারফরম্যান্সের জন্য দশ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হচ্ছে। এটি কোচেলার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে বিবেচিত হচ্ছে। আগের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল বিয়ন্সের। তিনি পেয়েছিলেন আট মিলিয়ন ডলার। সম্প্রতি বিবারের ‘সোয়াগ’ এবং ‘সোয়াগ ২’ নামের অ্যালবামগুলো বিপুল প্রশংসা পেয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন সংগীত চার্টের শীর্ষে উঠে এসেছে অ্যালবামের বেশ কিছু গান। তার গানের ভিডিও, স্ট্রিমিং ও বিক্রয় থেকে তিনি ব্যাপক অর্থ উপার্জন করছেন। এছাড়াও তার স্ত্রী হেইলি বিবার এবং ছেলে জ্যাক ব্লুজের উল্লেখিত মুহূর্তগুলোও ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। কনসার্টটিতে আরও পারফর্মারদের মধ্যে রয়েছেন ইয়ং থাগ, অ্যাডিসন রে, এফকে এ টুইগস, বিগবাং, শাইনির তায়মিন, মেজর লেজার, ইগি পপ, গ্রিন ভেলভেট, পিঙ্কপ্যান্থারেস, সেন্ট্রাল সি, আরমান্ড ভ্যান বুরেন ও অ্যাডাম বেয়ার, গিভিয়ন, ল্যাব্রিন্থ, ডিজন এবং আরও অনেকে।


এই বিভাগের আরো খবর