রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন প্রেমিকের ডিনার ডেটে জেনিফার

প্রতিনিধি: / ১০৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন নতুন সঙ্গী জিম কার্টিসের সঙ্গে নিউইয়র্ক সিটিতে একটি রেস্টুরেন্টে ডিনারে দেখা গিয়েছে। তাদের প্রকাশ্য উপস্থিতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে। গত শুক্রবার সন্ধ্যায় ৫৬ বছর বয়সী অ্যানিস্টন ও ৫০ বছর বয়সী হিপনোথেরাপিস্ট কার্টিস ম্যানহাটনের একটি রেস্টুরেন্টে একসঙ্গে প্রবেশ করেন। এ সময় নজর কাড়ে তাদের সাজ-পোশাকও। অ্যানিস্টন সাদা ট্যাঙ্ক টপ ও হালকা নীল অ্যাসিড-ওয়াশড জিন্স পরেছিলেন। সঙ্গে তিনি একটি বেজ জ্যাকেট, কালো হ্যান্ডব্যাগ এবং ফ্লিপ-ফ্লপ পরেছিলেন। তার কেরামেল-সোনালী চুল সোজাভাবে ঝুলছিল। জিম কার্টিস গাঢ় বাদামি শ্যাকেটের ওপর সাদা টি-শার্ট, গাঢ় ট্রাউজার ও সাদা ট্রেইনার পরেছিলেন। তিনি একটি লাঠি ব্যবহার করছিলেন এবং রেস্টুরেন্টে প্রবেশের সময় অ্যানিস্টনের পেছনে ছিলেন। তাদের এই প্রকাশ্য উপস্থিতি নতুন নয়; সম্প্রতি কার্টিসকে বেশ কয়েকবার অ্যানিস্টনের সঙ্গে দেখা গেছে। তার ব্যক্তিগত স্বাস্থ্য ইতিহাসও আলোচনার বিষয় হয়েছে। ১৯৯৫ সালে, ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ারের প্রথম বর্ষ শেষে কার্টিস গুরুতর নার্ভ পেইনে ভুগতে শুরু করেছিলেন। একটি এমআরআই পরীক্ষায় স্পাইনাল কর্ড লেশনের বিষয়টি ধরা পড়ে। ২০১৭ সালের এক সাক্ষাতকারে কার্টিস জানান, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকই তার মাইন্ডফুলনেস এবং ব্যক্তিগত উন্নয়নের প্রতি মনোযোগের পথ খুলে দেন। বর্তমানে তিনি হিপনোথেরাপিস্ট এবং পাবলিক স্পিকার হিসেবে কাজ করছেন। অ্যানিস্টন নতুন জীবনের এই অধ্যায়ে সুখী মনে হচ্ছেন এবং দম্পতিকে সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি ‘রিয়েল হাউসওয়াইভস অব নিউ ইয়র্ক সিটি’র আলাম বেথানি ফ্রাঙ্কেল তার পডকাস্টে কার্টিসের সঙ্গে নিজের অতীত সম্পর্কের কথা উল্লেখ করার পর জনসাধারণের আগ্রহ আরও বেড়েছে।


এই বিভাগের আরো খবর