বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আহারে মানুষ

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

জিয়া সাঈদ
যেতে যেতে
সম্মুখে শুধু দাগ থাকে
ফাঁকা হতে থাকে সারি
পাশ থেকেও হঠাৎ কেউ
পড়ে যায় খাদে
সঙ্গীসাথী কাঁদে
বিমূঢ় বিথান থাকে কিছুদিন
তারপর দায় দাবি –
পৃথিবীর ক্রমাগত ডাকে
গোছগাছে হাত দেয় ফের,
অন্বিষ্টের দিকে হাঁটে…
আহারে মানুষ
কত ভাঙচুর বুকের ভেতর
তবু হাটে মাঠে যায়
হাট বসায় ছাদে উঠোনে….


এই বিভাগের আরো খবর