সর্বশেষ :
আসন ফিরিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকী বিএনপির দুই আগষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে পাইকগাছায় নানা কর্মসূচি আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দাবীতে নাগরিক ফোরামের মানববন্ধন ও স্থানীয় প্রার্থীর দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত  বন্যায় ভিয়েতনামের দিয়েন বিয়েনে মৃত্যু-নিখোঁজ ১৪ যুক্তরাজ্যে চ্যানেল পেরিয়ে রেকর্ড ২৫ হাজার অভিবাসী আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন নির্দেশ জারি রাশিয়ার হামলায় কিয়েভে দুই বছরের শিশুসহ নিহত ২৮ চীনে বন্যায় নিহত ৭০, স্ক্যান্ডিনেভিয়ায় তীব্র তাপপ্রবাহ ভূমিকম্পে চিলির খনি ধসে ১ জনের প্রাণহানি কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধিতে হতাশ কার্নি
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ভূমিকম্পের আগেই সতর্কবার্তা পাওয়া যাবে মোবাইলে

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত হচ্ছে ভূমিকম্প। যখন তখন আগাম বার্তা বা পূর্বাভাস ছাড়াই ভূমিকম্পে কেঁপে ওঠে যে কোনো এলাকা, দেশ বা অঞ্চল। স্থাপনা, রাস্তা-ঘাটের ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। তাই আগাম যদি ভূমিকম্পের খবর জানা যায় তাহলে কিছুটা হলেও এই ক্ষতি এড়ানো সম্ভব। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনেই ভূমিকম্পের নোটিফিকেশন পেতে পারেন। এমনই এক প্রযুক্তির উদ্ধাবন করেছেন কিছু গবেষক। যেখানে প্রাণ বাঁচাতে ভূমিকম্পের আগেই আপনার মোবাইলে চলে আসবে সতর্কবার্তা। ২০২০ সালে গুগল অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা (এইএ) নামে একটি বিশেষ প্রযুক্তি চালু করেছিল, যা ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারী স্মার্টফোন ব্যবহারকারীদের আগে থেকে সতর্ক করার জন্য তৈরি করা হয়েছিল। এখন বিজ্ঞানীরা বলছেন, নতুন এই প্রযুক্তিটি ঐতিহ্যবাহী এবং ব্যয়বহুল ভূমিকম্প সতর্কতা ব্যবস্থার তুলনায় অনেক সস্তা ও কার্যকর বলে প্রমাণিত হচ্ছে। এর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এটি কাজ করার জন্য কোনো বিশেষ সিসমিক স্টেশনের প্রয়োজন হয় না। এই সিস্টেমটি বর্তমানে ৯৮টি দেশের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সক্রিয়। এখন পর্যন্ত প্রায় ২.৫ বিলিয়ন মানুষকে কভার করেছে। আশ্চর্যের বিষয় হলো, এই সিস্টেমের ভিত্তি কোনো উচ্চ প্রযুক্তির সেন্সর নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ স্মার্টফোন যা কম্পন অনুভব করে ও গুগলের সার্ভারে তথ্য পাঠায়। সায়েন্স জার্নালে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা অনুসারে, এই অ্যান্ড্রয়েড-ভিত্তিক সিস্টেমটি ঐতিহ্যবাহী জাতীয় ভূমিকম্প নেটওয়ার্কের মতোই কার্যকর। গবেষকরা বলছেন, মোবাইল ফোনে স্থাপিত অ্যাঙ্েিলামিটারগুলো (যা কম্পন পরিমাপ করে) খুব বেশি সংবেদনশীল না হলেও, তাদের সংখ্যা এত বেশি যে তারা ক্ষুদ্রতম কম্পনও ধরতে পারে। আপনার ফোনে কীভাবে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন জেনে নিন-

>> প্রথমে আপনার ফোনের সেটংসে যান
>> সেখান থেকে সেফটি অ্যান্ড এমার্জেন্সি অপশনে ক্লিক করুন। সেফটি অ্যান্ড এমার্জেন্সি না থাকলে লোকেশন অপশনে যান
>> এবার এখান থেকে আর্টকোয়াক অপশন বেছে নিন।
>> এই অপশনটি অন করে দিন।
>> ফোনের ডাটা বা ওয়াই-ফাই অন রাখলে এই নোটিফিকেশন পাবেন।


এই বিভাগের আরো খবর