রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ বুধবার দুপুরে এই আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে। জানানো হয়েছে, আজ বেলা ২টা ৩৭ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও থেকে ফায়ার সার্ভিসের তিনটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। বেলা ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।